নয়াদিল্লি: করোনা যুদ্ধে ভারতবাসীর ভূমিকার প্রশংসা দিয়েই জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন নরেন্দ্র মোদি ৷ ২১ দিনের লকডাউনের শেষে নতুন করে ৩ মে অবধি লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মনে করালেন অন্যান্য অনেক দেশের থেকে ভারত অনেক দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল বলেই আজ পরিস্থতি অনেকটাই নিয়ন্ত্রণে। তিনি বলেন,যখন সারা দেশে মাত্র ৫৫০ জন আক্রান্ত ছিল যখন, তখনই ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়। সমস্যা বাড়ার অপেক্ষায় ভারত থাকেনি।
তিনি আরও বলেন, এই সঙ্কটজনক পরিস্থিতিতে অন্য দেশের সঙ্গে তুলনা হয় চলে না। তবু অস্বীকার করা যায় না, পৃথিবীর শক্তিশালী অনেক দেশের করোনা পরিস্থিতি যথেষ্ট খারাপ। একসময় ভারতের সঙ্গে একই জায়গায় ছিল তাদের করোনা আক্রান্তের হার। কিন্তু লকডাউনের ঘোষণা ও সঠিক পদক্ষেপ করার জন্যই ভারত এখন অনেক ভাল অবস্থায়, পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। অন্যান্য বহু দেশে করোনা আক্রান্তের সংখ্যা ভারতের থেকে ২৫-৩০ গুণ বেশি। হাজার হাজার মানুষের মৃত্যু ঘটছে। ঠিক সময়ে কঠোর সিদ্ধান্ত না নিলে, সঙ্ঘবদ্ধভাবে না লড়লে, ভারতের অবস্থা কী হত, তা ভেবে রোম খাড়া হয়ে যায়।
প্রধানমন্ত্রী বলেন ২১ দিনের লকডাউনের পর এখন বোঝা যাচ্ছে, ভারত যা রাস্তা নিয়েছে, সেটা এক্কেবারে ঠিক। তবে অর্থনৈতিক দিক থেকে অনেক বড় মূল্য চোকাতে হচ্ছে। কিন্তু দেশের মানুষের জীবনের মূল্যের নিরিখে তা কিছুই নয়। মন্তব্য নরেন্দ্র মোদির।
রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন একনিষ্ঠ ভাবে কাজ করেছে। পরিস্থিতি সামলে উঠতে তারা দারুণ কাজ করেছে বলে দরাজ সার্টিফিকেট দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, অন্য দেশের থেকে ভারত সংক্রমণ রোখার চেষ্টা কঠোর ভাবে অনেক আগে থেকেই করেছিল। যখন একজনও আক্রান্ত ছিল না, তখনই এয়ারপোর্টে শুরু হয়েছিল স্ক্রিনিং। ভারত বিদেশ থেকে আসা সকলকে ১৪ দিন কোয়ারেন্টিনে রেখেছে শুরু থেকেই। মল থিয়েটার ক্লাব জিম বন্ধ রাকার সিদ্ধান্ত হয়। এরই ফলে আজ দেশ অনেক ভাল অবস্থায়।