অযোধ্যা : দীর্ঘ প্রতীক্ষার অবসান। অযোধ্যায় ( Ayodhya ) রামমন্দিরের ( Ram Mandir ) উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi )। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত।
বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা বেজে ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত মাহেন্দ্রক্ষণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী। ষোড়শ উপাচারে দিলেন পুজো। পুষ্পাঞ্জলির পর করলেন আরতি। তারপর বহু প্রতীক্ষিত প্রাণপ্রতিষ্ঠার পর শিশু-রামের মূর্তির সামনে করলেন সাষ্টাঙ্গ প্রণাম।
১১ দিন আগেই একটি অডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তিনি প্রাণপ্রতিষ্ঠা পর্যন্ত উপবাস রাখবেন। এই কয়েকদিন তিনি দেশের বিভিন্ন মন্দিরে পরিভ্রমণ করেন। সূত্রের খবর, এই কদিন শুধুমাত্র ডাবের জল খেয়ে ছিলেন তিনি। রাতে বিশ্রাম নিয়েছেন কম্বলের উপর। সোমবার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান শেষে উপবাস ভঙ্গ করেন তিনি।
রামমন্দির উদ্বোধনের ঠিক আগে রবিবার তামিলনাড়ুর রামেশ্বরমের রামনাথপুরম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পুজো দেন কেথান্ডারামস্বামী মন্দিরে। গত ১২ জানুয়ারি, মহারাষ্ট্রের নাসিকের কালারাম মন্দির থেকে আচার পালন শুরু করেছিলেন তিনি। শনিবার তামিলনাড়ুর রঙ্গনাথস্বামী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। হাতির শুঁড়ে তুলে দেন মাউথ অর্গ্যান। সুর তোলে হাতি। ঘুরে দেখেন অরুলমিগু রামনাথস্বামী মন্দিরও।
সোমবার অভিজিৎ মুহূর্তে ৮৪ সেকেন্ডের মধ্যে মোদির হাতে রামলালার নব নির্মিত রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হয়। রামলালার কৃষ্ণশিলা মূর্তিতে চক্ষুদান করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন RSS প্রধান মোহন ভাগবত ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। প্রাণপ্রতিষ্ঠার পর মন্ত্রোচ্চারণ করে পদ্মফুল দিয়ে রামলালার পায়ে অঞ্জলি দেন মোদি। রুপোর প্রদীপ নিয়ে আরতিও করেন।
এদিন সকাল ১১টায় অযোধ্যার সাকেত স্কুল মাঠের হেলিপ্যাডে নামে প্রধানমন্ত্রীর কপ্টার। উৎসব মুখর অযোধ্যার ছবি আকাশ
পথে ভিডিয়ো করেন মোদি। সকাল ১১টা ১৬-য় রাম জন্মভূমিতে পৌঁছন প্রধানমন্ত্রী। বেলা ১২টা ৫-এ হাতে লাল বস্ত্র ও পুজোর সামগ্রী নিয়ে সিংহ দ্বার দিয়ে রাম মন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।গণেশের সামনে বসে সঙ্কল্প করে। প্রধানমন্ত্রীকে সংকল্প করান সুনীল শাস্ত্রী।
আরও পড়ুন :
রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।