ওয়াশিংটন : মার্কিন সফরে গিয়ে গুগল কর্তা সুন্দর পিচাইয়ের সঙ্গে সাক্ষাৎ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তারপরই পিচাই করলেন ভারতে গুগলের নতুন পরিকল্পনা সংক্রান্ত ঘোষণা। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই গুগল কর্তা জানিয়ে দিলেন শিগগিরিই গুজরাতে ফিনটেক অপারেশন সেন্টার তৈরি করবে গুগল।
ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর, গুগল-প্রধান সুন্দর পিচাইয়ের মুখে শোনা গেল মোদির ডিজিটাল ইন্ডিয়া ভাবনার ভূয়সী প্রশংসা। গুগল কর্তা বললেন, মোদির ভাবনা চিন্তা তাঁর সময়ের চেয়ে অনেক এগিয়ে ! অন্যান্য দেশগুলি এটি অনুসরণ করছে।
গুগল কর্তা সুন্দর পিচাই মোদির মার্কিন সফরের শেষ দিনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করাটা সম্মানের। আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি যা Google ভারতের ডিজিটালাইজেশন ফান্ডে $10 বিলিয়ন বিনিয়োগ করছে। আমরা গুজরাতের GIFT সিটিতে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খুলতে চলেছি। ডিজিটাল ইন্ডিয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি তার সময়ের চেয়ে অনেক এগিয়ে আমি এখন এটিকে একটি ব্লুপ্রিন্ট হিসাবে দেখছি যা অন্যান্য দেশগুলি অনুসরণ করতে চাইছে।"
আনুষ্ঠানিক সফরের শেষ পর্যায়ে, প্রধানমন্ত্রী মোদি অ্যামাজন সিইও অ্যান্ড্রু জ্যাসি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা এবং বোয়িং সিইও ডেভিড ক্যালহাউন সহ বেশ কয়েকজন শীর্ষস্তরের বিজনেস টাইকুনের সঙ্গে দেখা করেন। অ্যামাজন সিইও জ্যাসি বলেন, অ্যামাজন ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা ভাবছে।
প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে নৈশভোজ, হোয়াইট হাউসে ভাষণ, প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ, মার্কিন কংগ্রেসের যোথ অধিবেশনে বক্তৃতা, ভারতীয় বিজনেজ টাইকুনদের সঙ্গে আলাপচারিতা, সবমিলিয়ে ঠাসা ছিল মোদির এবারের আমেরিকা সফর। শুক্রবার প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের সমাপনী অনুষ্ঠানে মন্দ্রিত হয় ভারতের জাতীয় সঙ্গীত ( Indian national anthem)। জন গন মন-র সুর অনুরণিত হয় ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান বিল্ডিং এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে (Ronald Reagan Building and International Trade Center in Washington DC )। গাইলেন আমেরিকান গায়িকা মেরি মিলবেন ।