নয়াদিল্লি: নতুন করে করোনা (COVID 19) নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। সেই আবহে কোভিড চিকিৎসার অন্তর্ভুক্ত হয়েছে নেজাল ভ্যাকসিন (Nasal Vaccine)। বুস্টার ডোজ হিসেবে তা গ্রহণ করতে পারেন সাধারণ মানুষ। কিন্তু আগেই সতর্কতামূলক পদক্ষেপের আওতায় যাঁরা বুস্টার টিকা নিয়ে নিয়েছেন, তাঁদের এই নেজাল ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। নেজাল ভ্যাকসিন নিয়ে ধন্দ তৈরি হওয়ায় বুধবার সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানালেন দেশে টিকাকরণের সঙ্গে যুক্ত বিশিষ্ট চিকিৎসক এনকে আরোরা।


কোভিড চিকিৎসার অন্তর্ভুক্ত হয়েছে নেজাল ভ্যাকসিন


একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনকে অরোরা বলেন, “প্রথম বুস্টার হিসেবেই নেজাল ভ্যাকসিন সুপারিশ করা হয়েছে। যাঁরা সতর্কতামূলক ভাবে দু’টি টিকার পর একটি বুস্টার বা বাড়তি টিকা নিয়ে ফেলেছেন, তাঁদের নেজাল ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। যাঁরা এখনও পর্যন্ত কোনও বুস্টার বা বাড়তি টিকা নেননি, তাঁদের জন্যই এই নেজাল ভ্যাকসিন।”


গত তিন বছর ধরে কোভিডের প্রকোপ অব্যাহত গোটা বিশ্বে। সম্প্রতি ফের পড়শি দেশ চিনে নতুন করে সংক্রমণের বিস্ফোরণ ঘটেছে। সেই আবহে ভারত বায়েটেকের তৈরি নেজাল ভ্যাকসিনকে বুস্টার হিসেবে কোভিড চিকিৎসার অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। ইঞ্জেকশন নয়, ফোঁটার আকারে নাক দিয়ে নেওয়া যাবে এই নেজাল ভ্যাকসিন। ১৮-র ঊর্ধ্বে বয়স এবং দু’টি টিকা নিয়েছেন যাঁরা, তাঁদের জন্যই এই নেজাল ভ্যাকসিন (iNCOVACC)।


আরও পড়ুন: India Covid-19 Update : নতুন-ভ্যারিয়েন্ট আতঙ্কের আবহে কোথায় দাঁড়িয়ে দেশের কোভিড গ্রাফ ?


এই নেজাল ভ্যাকসিনের নাম রাখা হয়েছে ইনকোভ্যাক। নিয়ন্ত্রক সংস্থা নভেম্বরেই জরুরি পরিস্থিতিতে তাতে ছাড়পত্র দেয়। কেন্দ্রীয় সরকারের CoWIN প্ল্যাটফর্মে দুই ফোঁটার এই নেজাল ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্ত করা যাবে। আপাতত বেসরকারি হাসপাতাল এবং টিকাকেন্দ্রগুলিতেই মিলবে এই নেজাল ভ্যাকসিন।


নেজাল ভ্যাকসিনের দামও বেঁধে দিয়েছে কেন্দ্র


এই নেজাল ভ্যাকসিনের দামও বেঁধে দিয়েছে কেন্দ্র। বেসরকারি হাসপাতাল থেকে এই ভ্যাকসিন নিতে গেলে ৫ শতাংশ পণ্য পরিষেবা কর বাদ দিয়ে ৮০০ টাকা খরচ পড়বে। জিএসটি সমেত দাম পড়বে ১০০০ টাকার মতো। পরবর্তী কালে সরকারি হাসপাতালে টিকা এলে তার দাম পড়বে ৩২৫ টাকা। এখন থেকে  তার জন্য নাম নথিভুক্ত করা গেলেও, জানুয়ারি থেকে মিলবে টিকা।