BJP Uttarkanya Abhijan LIVE: বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার, এক কর্মীর মৃত্যু, দাবি বিজেপির; কৈলাসের গাড়ি ভাঙচুরের অভিযোগ

নবান্নের পরে এবার উত্তরকন্যা অভিযান বিজেপির। সোমবার উত্তরকন্যায় সাড়াশি আক্রমণ হবে বলে দাবি বিজেপি নেতৃত্বের। বিজেপি পাল্টা কটাক্ষ তৃণমূলের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Dec 2020 10:18 PM
বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি ভাঙচুর। বোমার আঘাতে ভেঙেছে গাড়ির কাচ, দাবি কৈলাসের
উত্তরবঙ্গে দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে কলকাতায় মিছিল বিজেপির। এই মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউতে আটকায় পুলিশ
উত্তরকন্যা অভিযানে দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগ নিয়ে রাজভবনে বিজেপির প্রতিনিধি দল
কাল ১২ ঘন্টা উত্তরবঙ্গ বনধের ডাক বিজেপির
শিলিগুড়িতে বিজেপির অভিযোগ নিয়ে পুলিশের দাবি, বিক্ষোভকারীদের উপর লাঠি, গুলি চালানো হয়নি।একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কীভাবে মৃত্যু, জানা যাবে ময়নাতদন্তের পরেই।
বিজেপির অভিযোগ উড়িয়ে পুলিশের পাল্টা দাবি, বিক্ষোভের নামে হিংসা, সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে। পুলিশ সংযম দেখিয়েছে, লাঠিচার্জ করেনি, গুলিও চালায়নি।
বিক্ষোভ-হঠাতে শুধু জলকামান, কাঁদানে গ্যাসের ব্যবহার করা হয়েছে’।
দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেছেন, কর্মীদের গায়ে লাঠি ও পাখি মারার ছিটে গুলির দাগ রয়েছে।
ফুলবাড়ি হাসপাতালে গেলেন দিলীপ ঘোষ।
তৃণমূল নেতা গৌতম দেবের দাবি, মৃত্যুর কোনও খবর নেই। পুলিশ লাঠি বা গুলি চালায়নি। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, সরকারি ভাবে মৃত্যুর কোনও খবর নেই।
রণক্ষেত্র তিনবাতি মোড়, পুলিশের লাঠিচার্জে মৃত্যু ১ বিজেপি কর্মীর, দাবি দিলীপ ঘোষের। মৃতের নাম উলেন রায়। বাড়ি গজলডোবায়।
বিজেপির উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার, দুটো ব্যারিকেড ভেঙে এগিয়ে এল যুবমোর্চার সদস্যরা। এবার সামনে তৃতীয় ব্যারিকেড। সামনে জলকামান প্রস্তুত। পুলিশের ঘোষণা অমান্য করেই এগলো মিছিল। ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস। ভাঙল ব্যারিকেড। পুলিশকে লক্ষ্য করে পরপর পাথর। উলটো দিক থেকে পরপর কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ।
কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বে একটি মিছিল আসছিল জলপাই মোড় থেকে। অন্যটি দিলীপ ঘোষের মিছিল, আসছিল ফুলবাড়ি থেকে। সেই মিছিলটিও ফ্লাইওভার পেরতেই বাধাপ্রাপ্ত হয়।
ভাঙা ব্যারিকেডে জ্বালানো হল আগুন।
বিজেপির উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার, দুটো ব্যারিকেড ভেঙে এগিয়ে এল যুবমোর্চার সদস্যরা। এবার সামনে তৃতীয় ব্যারিকেড। সামনে জলকামান প্রস্তুত। পুলিশের ঘোষণা অমান্য করেই এগলো মিছিল। ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস। ভাঙল ব্যারিকেড।
এনএইচপিসি-র অতিথি নিবাসে যাওয়ার পথে আজ দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুকে আটকায় পুলিশ। প্রথমে তাঁদের আটকানো হয় কামরাঙাগুড়ি মোড়ে। সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় দুই বিজেপি নেতার। তারপর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর আবার উত্তরকন্যার কাছে এনএইচপিসি অতিথি নিবাসের মুখে আটকানো হয় তাঁদের। বিজেপি নেতারা জানান, তাঁরা অতিথি নিবাসে ফ্রেশ হতে এসেছেন। এরপর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা ঘেরাও অভিযান কর্মসূচিতে যোগদান করতে যাবার পথে নাগরাকাটা ভানু মোড় এলাকায় বিজেপি সাংসদ জন বার্লা ও নেতা কর্মীদের আটকানোর অভিযোগ। পরে সাংসদ ও বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে বার্লাকে ছেড়ে দেয় পুলিশ।
আজ বিজেপির উত্তরকন্যা অভিযান। ইতিমধ্যেই শিলিগুড়িতে হাজির হয়েছেন দলের কর্মী-সমর্থকরা। বিজেপি সূত্রে খবর, দুটি পয়েন্ট থেকে উত্তরকন্যার দিকে এগোবে মিছিল। একটি মিছিল শুরু হবে শিলিগুড়ির নৌকাঘাট থেকে। নেতৃত্ব দেবেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । অন্য মিছিলটি বেরোবে ফুলবাড়ি থেকে। সেই মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উত্তরকন্যা অভিযানকে ঘিরে প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসনও। বাইরের কয়েকটি জেলা থেকেও আনা হয়েছে পুলিশ বাহিনী। বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে ব্যারিকেড।

প্রেক্ষাপট

কলকাতা: আজ বিজেপির উত্তরকন্যা অভিযান। নবান্ন অভিযান হয়েছিল আগেই। এবার টার্গেট উত্তরকন্যা। মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনসভার দিনেই বিজেপির (BJP) এই অভিযোন। আর তা ঘিরে কোমর বেঁধে প্রস্তুত পুলিশ প্রশাসন। বিজেপির মিছিল যাতে উত্তরকন্যার ধারেপাশে পৌঁছতে না পারে, তার জন্য গড়ে তোলা হয়েছে পুলিশ দুর্গ। শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে জলকামান, ব্যারিকেড, কাঁদানে গ্যাস নিয়ে তৈরি সারি সারি পুলিশ কর্মী। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন বিজেপি নেতা-নেত্রী-কর্মীরা। উত্তরবঙ্গের কোনও সমস্যাই সমাধান করতে ব্যর্থ সরকার, এই অভিযোগ নিয়েই আজকের অভিযানে ঝাঁপাচ্ছে বিজেপি নেতৃত্ব। বকলমে বিজেপির যুব মোর্চা এই কর্মসূচির ডাক দিলেও, এখানে থাকছেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা।


বিজেপি সূত্রে খবর, দুটি পয়েন্ট থেকে উত্তরকন্যার (Uttarkanya) দিকে এগোবে মিছিল। একটি মিছিল শুরু হবে শিলিগুড়ির নৌকাঘাট থেকে। নেতৃত্ব দেবেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । অন্য মিছিলটি বেরোবে ফুলবাড়ি থেকে। সেই মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ১১ টায় এসে পৌঁছবেন কৈলাস বিজয়বর্গীয়। আলিপুরদুয়ার থেকে প্রায় ৫ হাজার কর্মী সমর্থক অভিযানে সামিল হবেন বলে দাবি বিজেপি যুব মোর্চার।


বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে রুখতে তত্পর প্রশাসন। পরিস্থিতি মোকাবিলা করতে অন্য জেলা থেকেও আনা হয়েছে পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে জলকামান। উত্তরকন্যার চারিদিকে কার্যত দুর্গ তৈরি করছে প্রশাসন। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। বাইরের কয়েকটি জেলা থেকেও আনা হয়েছে পুলিশ বাহিনী। বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে ব্যারিকেড।



২০১৯ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভাল ফল করে বিজেপি। বিজেপির সংগঠনও সেখানে মজবুত র। এই অভিযানের মাধ্যমে আর একবার সেখানে নিজেদের শক্তিপরীক্ষা করতে পারবে বিজেপি । রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে উত্তরবঙ্গে রয়েছে ৫৩টি। ২০১৯-এর লোকসভা ভোটের ফলে নিরিখে। এই ৫৩টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ২৮টিতে। তৃণমূল ২১টিতে। পর্যবেক্ষকদের একাংশের মতে, বিধানসভা ভোটের আগে তৃণমূলকে নিশ্চিতভাবেই উদ্বেগে রেখেছে লোকসভার রেজাল্টের সমীকরণ। এই প্রেক্ষাপটে উত্তরকন্যা অভিযানের মধ্যে দিয়ে বাড়তি অক্সিজেন জোগাড় করতে চাইছে বিজেপি।




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.