নয়াদিল্লি: করোনা মোকাবিলায় গতকালই সারা দেশে লকডাউন জারি করেছেন দেশের প্রধানমন্ত্রী। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরেন্দ্র মোদি কথা বললেন নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর মানুষের সঙ্গে। জবাব দিলেন জনতার একাধিক প্রশ্নের।


কোভিড-১৯, এই বিষে গোটা বিশ্বে এখনও পর্যন্ত ১৯ হাজার ২৪৫ জনের মৃত্যু হয়েছ। ৪ লাখের ওপরে মানুষ এই করোনা ভাইরাসের প্রকোপে আক্রান্ত। এটা সত্যি, ১ লক্ষের ওপর আক্রান্তের করোনামুক্তি হয়েছে। তবে অনেকেই এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। করোনার এই মারণ হানা শুরু হয়েছিল চিনের উহান থেকে। সেদেশে এই ভাইরাস ৩ হাজার ২৮১ জনের প্রাণ কেড়েছে। আর তারপরই করোনা হানা দেয় ইউরোপে। ইতালি, স্পেন, ফ্রান্সের মতো দেশে এই ভাইরাস কার্যত শহরের পর শহরকে শ্মশানে পরিণত করছে। ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৮২০। স্পেনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৩৪। ফ্রান্সে প্রাণ হারিয়েছেন ১১০০ মানুষ। ভারতেও এই মারণরোগে প্রাণ গিয়েছে ১১ জনের। আক্রান্তের সংখ্যা পাঁচশোর ওপর। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৪০ জন।


পড়ুন: ‘চিকিৎসক, নার্সদের আলাদা থাকার ব্যবস্থা, একমাসের রেশন বিলি, প্রয়োজনে দু’মাসের পেনশন’, ঘোষণা মুখ্যমন্ত্রীর


ম্যালেরিয়া, এইচআইভি ও সোয়াইন ফ্লু-র ওষুধ ব্যবহারে প্রতিকার পাওয়া গিয়েছে ঠিকই, কিন্তু একথাও একই রকমভাবে সত্যি, করোনার কোনও ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি।





আজ বারাণসীর উদ্দেশ্যে ভাষণে সেকথা জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, “করোনার কোনও ওষুধ এখনও পর্যন্ত তৈরি হয়নি। আমাদের দেশে ও বিশ্বেও চিকিৎসক, গবেষকরা এর প্রতিকার আবিষ্কারের চেষ্টা করছেন। নিজের ইচ্ছেমতো ওষুধ খাওয়ার কারণে বিশ্বের অনেক দেশেই বহু মানুষের মৃত্যু হয়েছে। চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধ নিন।”


পড়ুন: জনতা কার্ফুর দিন কলকাতার বাতাস ছিল অত্যন্ত পরিষ্কার, করোনা-লকডাউনে কমল দেশের বায়ুদূষণ


এখানেই শেষ নয়। করোনা মোকাবিলায় প্রশাসন, পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সংবাদ কর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করে তিনি এই সঙ্কটে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন। একই সঙ্গে, দেশব্যাপী যে ভুয়ো খবরের চাষ হচ্ছে তা বন্ধ করারও কথা বলেন তিনি। মানুষ যেন তথ্য যাচাই করে তা বিশ্বাস করেন, সে বিষয়েও বাড়তি নজর দিতে বলেন তিনি। এদিন নরেন্দ্র মোদি বলেন, “এখন বিশ্বের সঙ্কট। দেশের সঙ্কট। এই পরিস্থিতিতে সব ঠিক আছে বললে, নিজের সঙ্গে মিথ্যাচারিতা করা হবে। করোনা সঙ্কটে এই ২১ দিনে অনেক লোকসনা হবে। কিন্তু করোনা নির্মূল করা না গেলে আরও যে কত লোকসান হবে তার কোনও হিসেব করা যাবে না। কোনও মানুষ ভুল করেছেন, তাঁদের খুঁজে খুঁজে বার করে বিদ্রুপ করার সময় এটা নয়। এতে কোনও কাজের কাজ হবে না।”



প্রধানমন্ত্রী আশাবাদী, দেশবাসী করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতবেনই। তাঁর প্রত্যয়ী বক্তব্য, “আজ মহাভারতের যুদ্ধের থেকেও কঠিন যুদ্ধ। করোনা মোকাবিলায় ২১ দিনের যুদ্ধে নিশ্চয় জয় আসবে। ১৩০ কোটি মানুষের সমর্থনে যুদ্ধে জয় আসবে।”


পড়ুন: লকডাউনে দিনমজুরদের অ্যাকাউন্টে টাকা, বিনামূল্যে রেশন দিতে হবে সরকারকে, দাবি রাহুল গাঁধীর