LIVE UPDATE করোনা আক্রান্ত হুগলির শ্যাওড়াফুলির প্রৌঢ়, রাজ্যে মোট আক্রান্ত ২১ জন

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৮

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Mar 2020 12:09 AM
রাজ্যে করোনা আক্রান্ত আরও ১। করোনা আক্রান্ত শ্যাওড়াফুলির প্রৌঢ়। সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি। সল্টলেকের হাসপাতালের ভেন্টিলেশনে ভর্তি। দুর্গাপুরের একটি সংস্থায় চাকরি করেন প্রৌঢ়। জ্বর নিয়েই কয়েকদিন অফিস করেছেন প্রৌঢ়: সূত্র। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২১।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২। রাজ্যে এই প্রথম কোনও চিকিৎসক করোনা আক্রান্ত। আলিপুরের কম্যান্ড হাসপাতালের চিকিৎসকের করোনা। আক্রান্ত কম্যান্ড হাসপাতালের অ্যানাস্থেশিওলজিস্ট। ‘১৩ মার্চ দিল্লি দিয়েছিলেন চিকিৎসক, ফেরেন ১৭ মার্চ’। ‘১৭ থেকে ২১ মার্চ হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসক’। সংস্পর্শে আসা রোগীদের চিহ্নিত করে আইসোশেলন: সূত্র। কলকাতার আরও ১ প্রৌঢ় করোনা আক্রান্ত।
'নিঃস্বার্থভাবে যাঁরা দায়িত্ব পালন করছেন, তাঁদের জন্য ধন্যবাদ যথেষ্ট নয়', করোনা-মোকাবিলায় নিবেদিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের উদ্দেশে ট্যুইট মুখ্যমন্ত্রীর




করোনা মোকাবিলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থাকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর ট্যুইট। ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, পুলিশ ও সরকারি কর্মীদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী, জরুরি পরিষেবার সঙ্গে যারা যুক্ত, সাফাই কর্মী, কোভিড ১৯-এর সঙ্গে লড়াইয়ের জন্য যাঁরা এগিয়ে এসেছেন, তাঁদেরও ধন্যবাদ জানাই। নিঃস্বার্থভাবে যাঁরা দায়িত্ব পালন করছেন, তাঁদের জন্য ধন্যবাদ যথেষ্ট নয়। তাঁরা সামাজিক কর্তব্যকে সবকিছুর ওপরে স্থান দিয়েছেন। এই অবদান, নিষ্ঠা অন্যদেরও অনুপ্রেরণা যোগাবে।
লকডাউনে যে ভাবে মানুষের সমস্যা হচ্ছে তাতে আমি ক্ষমাপ্রার্থী, কিন্তু কোনও উপায় ছিল না: মোদি




নয়াদিল্লি: লকডাউনে মানুষের সমস্যা হচ্ছে। কিন্তু করোনা রুখতে লকডাউন করা ছাড়া উপায় ছিল না। সবাইকে একজোট হয়ে ভাইরাসের মোকাবিলা করতে হবে। মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী। মোদির মন কি বাত অনুষ্ঠানে সুস্থ হয়ে যাওয়া করোনা আক্রান্তদের সঙ্গে কথা। আক্রান্ত হলে ভয় পাওয়ার কিছু নেই, চিকিৎসা করলেই সুস্থ হওয়া সম্ভব। জানালেন তাঁদের অভিজ্ঞতার কথা। এক ঝলকে দেখে নেওয়া যাক এদিন মন কি বাত-এ কী কী বলেছে প্রধানমন্ত্রী--



*লকডাউনের জেরে যে ভাবে মানুষের সমস্যা হচ্ছে তাতে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আমাদের একসঙ্গে লড়াই করতে হবে। লকডাউন করা ছাড়া আর কোনও উপায় ছিল না।



*করোনা এখন সমাজের সব ক্ষেত্রের মানুষের কাছে বড় চ্যালেঞ্জ। তাই গোটা মানবজাতিকে একজোট হয়ে লড়াই করতে হবে।



*কিছু মানুষ মনে করছেন লকডাউন মেনে অন্যের উপকার করছেন। আসলে কিন্তু তাঁরা নিজেদেরই ভাল করছেন।



*কিছু মানুষ লকডাউন অমান্য করছেন। তাঁরা শুধু নিজের ক্ষতি করছেন না, অন্যেরও ক্ষতি করছেন। বিষয়টি সাধারণ ভাবলে তার থেকে বড় ভুল আর কিছু হবে না।



*যাঁরা সামনে থেকে করোনার সঙ্গে লড়াই করছেন তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁরা অভূতপূর্ব লড়াই চালাচ্ছেন।



*করোনা আক্রান্ত হলেই ভয় পাওয়ার কিছু নেই, চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব। সঠিক ভাবে নিয়ম পালন করলে দেশ বাঁচবে।



*বিশ্বে করোনা আক্রান্তর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিদেশে চিকিৎসা পরিষেবা ভাল হওয়া সত্ত্বেও সমস্যা বাড়ছে।
প্রার্থনা করি ভারতকে যেন এরকম অবস্থার মুখোমুখি হতে না হয়। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কথা শুনে চললেই এই লড়াই জয় করা সম্ভব।



*পাড়ার দোকানদারও এই সময় আপনার সেবায় নিজের দোকান খোলা রাখছেন। লকডাউন চলাকালীন বহু মানুষ নেপথ্যে থেকে দেশের সেবা করছেন।



*কিছু জায়গায় হোম কোয়ারেন্টিনে থাকা কিছু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। এই ঘটনা ভীষণই দুর্ভাগ্যজনক। প্রত্যেকের উচিত তাঁদের সঙ্গে সহযোগিতা করা।



*সামাজিক দূরত্ব মানে মানসিক দূরত্ব নয়, এটা মনে রাখা দরকার। সামাজিক দূরত্ব বাড়ান, মানসিক দূরত্ব কমান। প্রত্যেক ভারতীয়র ধৈর্যই এই লড়াইয়ে আমাদের জয়ী করবে।



*গরিব মানুষের খাবার জোগানোই আমাদের প্রাথমিক লক্ষ্য। আগামী মাসে মন কি বাত অনুষ্ঠানের আগেই হয়ত সব ‘ঠিক হয়ে যাবে।

করোনাভাইরাস: ভারতে মৃত্যু বেড়ে ২৫, আক্রান্ত ১,০৩৭ জন





ভারতেও বাড়ছে করোনা সংক্রমণ। মৃত বেড়ে ২৫। আমদাবাদে মৃত্যু ৪৫ বছরের ব্যক্তির। শ্রীনগরে মৃত্যু ৬২ বছরের বৃদ্ধের। জম্মু কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে ২। গোটা দেশে আক্রান্ত ১,০৩৭ জন। ভারতে এখনও পর্যন্ত করোনায় সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে, মৃত ৬। গুজরাতে মৃত্যু হয়েছে ৫ জনের। আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র, আক্রান্ত ১৯৩। দ্বিতীয় কেরল, সংক্রমিত ১৮২ জন। এরপর কর্ণাটক, আক্রান্ত ৮১। তেলঙ্গানা - ৬৭, উত্তরপ্রদেশ - ৬৫, গুজরাত ও রাজস্থানে ৫৫ জন করোনা আক্রান্ত। রাজধানী দিল্লিতে আক্রান্ত ৪৯ জন। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৮।
ভুগছিলেন ডায়াবেটিসে, আমদাবাদে ৪৫ বছরের করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু

গুজরাতের আমদাবাদে ৪৫ বছরের এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু। তিনি ডায়াবেটিসেও ভুগছিলেন। এই নিয়ে গুজরাতে মোট ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। জানিয়েছে গুজরাত প্রশাসন।
করোনাভাইরাস: রাজনীতি করার সময় নয়, গোটা দেশ একসঙ্গে লড়াই করছে, ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের





করোনা সংক্রমণ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের ট্যুইট। ট্যুইটারে তাঁর বার্তা, গোটা দেশ একসঙ্গে লড়াই করছে। এটা একটা দৃষ্টান্ত। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। কেন্দ্র পশ্চিমবঙ্গকে করোনা পরীক্ষার জন্য ১০ হাজার কিট পাঠিয়েছে। আমাদের খুব সতর্ক থাকতে হবে। এটা রাজনীতি করার সময় নয়। এধরনের কোনও চেষ্টা বা আচরণ এড়িয়ে চলা উচিত।
করোনাভাইরাস: সিঙ্গাপুরে আক্রান্ত ২ ভারতীয়




বিদেশেও করোনা আক্রান্ত দুই ভারতীয়। সিঙ্গাপুরে নতুন করে ৭০ জনের শরীরে মিলেছে সংক্রমণ। এদের মধ্যে ২ জন ভারতীয়ও রয়েছেন। সিঙ্গাপুরে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮০২। অন্যদিকে, উত্তরপ্রদেশে একই পরিবারের ৫ জনের শরীরে করোনা ভাইরাস মিলেছে। সম্প্রতি মহারাষ্ট্রের অমরাবতী থেকে ফেরেন ওই পরিবারের এক সদস্য।
করোনাভাইরাস: ২৭৫ জন ভারতীয়কে নিয়ে ইরান থেকে ফিরল বিমান, নিয়ে যাওয়া হল যোধপুরে সেনা কোয়ারান্টিনে




করোনা সংক্রমণে গোটা বিশ্বে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে ইরানে আটকে পড়া ভারতীয়দের নিয়ে দেশে ফিরল বিমান। এই দফায় রাজস্থানের যোধপুরে পৌঁছন ২৭৫ জন ভারতীয়। তাঁদের নিয়ে যাওয় হয় সেনাবাহিনীর চিকিৎসা কেন্দ্রে। এর আগে চলতি মাসেই ইরান থেকে ২৭৭ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়। সেনাবাহিনীর চিকিৎসা কেন্দ্রেই ওই দলটিকে কোয়ারেন্টিন করা হয়েছে।
রাজ্যে করোনা আক্রান্ত আরও ১। রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ১৮। উত্তরবঙ্গে করোনা আক্রান্ত ১: নাইসেড সূত্র। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ৩। এই প্রথম উত্তরবঙ্গে করোনা আক্রান্ত। উপসর্গ থাকায় রাখা হয়েছিল আইসোলেশনে।
করোনাভাইরাস: ভারতে মৃত ১৯, আক্রান্ত ১,০৩৬



ভারতেও বাড়ছে করোনা সংক্রমণ। মৃত ১৯। গোটা দেশে আক্রান্ত ১,০৩৬ জন। ভারতে এখনও পর্যন্ত করোনায় সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। আক্রান্ত সবথেকে বেশি ১৮৬ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে কেরল, সংক্রমিত ১৮২ জন। এরপর কর্ণাটক, আক্রান্ত ৮১। তেলঙ্গানা - ৬৭, উত্তরপ্রদেশ - ৬৫, গুজরাত - ৫৫ ও রাজস্থানে ৫৪ জন করোনা আক্রান্ত। রাজধানী দিল্লিতে আক্রান্ত ৪৯ জন। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৮।
রাজ্যে আরও ২ করোনা আক্রান্ত। রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ১৭। করোনা আক্রান্ত ৭৬ বছরের বৃদ্ধা। করোনা আক্রান্ত ৫৬ বছরের প্রৌঢ়া। করোনা আক্রান্তের সংস্পর্শ থেকেই সংক্রমণ: সূত্র
রাজ্যে আরও ২ করোনা আক্রান্ত। রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ১৭। করোনা আক্রান্ত ৭৬ বছরের বৃদ্ধা। করোনা আক্রান্ত ৫৬ বছরের প্রৌঢ়া। করোনা আক্রান্তের সংস্পর্শ থেকেই সংক্রমণ: সূত্র
রাজ্যে আরও ২ করোনা আক্রান্ত। রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ১৭। করোনা আক্রান্ত ৭৬ বছরের বৃদ্ধা। করোনা আক্রান্ত ৫৬ বছরের প্রৌঢ়া। করোনা আক্রান্তের সংস্পর্শ থেকেই সংক্রমণ: সূত্র
রাজ্যে আরও ২ করোনা আক্রান্ত। রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ১৭। করোনা আক্রান্ত ৭৬ বছরের বৃদ্ধা। করোনা আক্রান্ত ৫৬ বছরের প্রৌঢ়া। করোনা আক্রান্তের সংস্পর্শ থেকেই সংক্রমণ: সূত্র
রাজ্যে আরও ২ করোনা আক্রান্ত। রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ১৭। করোনা আক্রান্ত ৭৬ বছরের বৃদ্ধা। করোনা আক্রান্ত ৫৬ বছরের প্রৌঢ়া। করোনা আক্রান্তের সংস্পর্শ থেকেই সংক্রমণ: সূত্র
রাজ্যে আরও ২ করোনা আক্রান্ত। রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ১৭। করোনা আক্রান্ত ৭৬ বছরের বৃদ্ধা। করোনা আক্রান্ত ৫৬ বছরের প্রৌঢ়া। করোনা আক্রান্তের সংস্পর্শ থেকেই সংক্রমণ: সূত্র
রাজ্যে আরও ২ করোনা আক্রান্ত। রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ১৭। করোনা আক্রান্ত ৭৬ বছরের বৃদ্ধা। করোনা আক্রান্ত ৫৬ বছরের প্রৌঢ়া। করোনা আক্রান্তের সংস্পর্শ থেকেই সংক্রমণ: সূত্র
ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারকে দায়ী করে ট্যুইট রাহুল গাঁধীর। ট্যুইটারে কংগ্রেস সাংসদ লিখেছেন, নাগরিকদের এমন অবস্থার মধ্যে নিয়ে যাওয়া অত্যন্ত গুরুতর অপরাধ। এই ধরনের সঙ্কটের সময়ে দেশের সাধারণ মানুষের অন্তত সম্মান এবং সাহায্য পাওয়া জরুরি। আরও বড় বিপর্যয় যাতে না ঘটে সেজন্য সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। বহু মানুষ স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে ক্ষুধার্ত-তৃষ্ণার্ত অবস্থায় পায়ে হেঁটে নিজেদের গ্রামে ফিরছেন। সবাই মিলে অসহায়দের সাহায্য করুন। কংগ্রেস নেতা-কর্মীরা এঁদের পাশে দাঁড়ান
গুজরাতে ফের করোনা আক্রান্তের মৃত্যু। আমদাবাদে করোনা আক্রান্ত মহিলার মৃত্যু। করোনা আক্রান্ত ৪৭ বছরের মহিলার মৃত্যু। কেরলের এর্নাকুলামেও এক বৃদ্ধের মৃত্যু। ভারতে করোনা আক্রান্ত বেড়ে ৯৪৪। কেরলে আক্রান্তর সংখ্যা ১৮২, মহারাষ্ট্রে ১৬৭। এখনও পর্যন্ত সেরে উঠেছেন ৮৪ জন।
সারা বিশ্বে করোনা আক্রান্তর সংখ্যা ৬ লক্ষ ছাড়াল। মৃতের সংখ্যা ছাড়াল ২৮ হাজার। এই মুহূর্তে করোনার ভরকেন্দ্র আমেরিকা। ইতালি, চিন ছাপিয়ে গেল আমেরিকায় করোনা আক্রান্তর সংখ্যা। আমেরিকায় করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ছাড়াল। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্য ১৭০০ ছাড়াল। স্পেনে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৮৩২ জনের। শুধুমাত্র স্পেনেই করোনায় মৃত্যু ৫৬৯০ জনের। ইরানে নতুন করে ১৩৯ জনের মৃত্যু। ইরানে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়াল।
তেহট্ট থেকে বেলেঘাটা আইডিতে ভর্তি তেহট্টের ৫। বেলেঘাটা আইডিতে ভর্তি তেহট্টের করোনা আক্রান্ত ৫। সংস্পর্শে আসা ৮জন রাজারহাটে কোয়ারেন্টিন। সংস্পর্শে আসা আরও ৮জন তেহট্টেই হোম কোয়ারেন্টিনে। ‘দিল্লি থেকে এসে এসেছিলেন কাদের কাদের সংস্পর্শে?’ সংস্পর্শে আসা বাকিদের চিহ্নিত করার চেষ্টায় প্রশাসন: সূত্র। ‘হোম কোয়ারেন্টিন ভেঙে দিল্লি থেকে কলকাতা হয়ে নদিয়া। রাজধানী এক্সপ্রেসে শিয়ালদা, লালগোলা প্যাসেঞ্জারে বেথুয়াডহরি। বেথুয়াডহরি থেকে অটোয় করে তেহট্ট’। অটোচালককেও কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত: সূত্র। ‘রাজ্যের হাতে রাজধানী এক্সপ্রেসের ২০ সহযাত্রীর তালিকা’। লালগোলা প্যাসেঞ্জারে সহযাত্রী ছিলেন কারা? চিন্তায় প্রশাসন।
করোনা মোকাবিলায় ভারতকে ২.৯ মিলিয়ন ডলার সাহায্য দেবে আমেরিকা। ৬৪টি দেশকে তারা মোট ১৭৪ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে। মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই টাকা তারা ভারত সরকারকে ল্যাব সিস্টেম, করোনা রোগীদের কেস ফাইন্ডিং, ইভেন্ট বেসড সারভাইল্যান্স ও প্রযুক্তিগত উন্নতির জন্য দিচ্ছে।
করোনা সংক্রমণের মধ্যেই দিল্লি-এনসিআর থেকে ঠিকা শ্রমিকদের নিজের নিজের রাজ্যে ফেরার ধুম পড়েছে। দিল্লি-উত্তরপ্রদেশ সীমানায় দেখা যাচ্ছে দলে দলে পলায়নরত শ্রমিকদের। গাজিয়াবাদের ২৪ নম্বর জাতীয় সড়কের পাশে হাজারো লোকের ভিড়। এ নিয়ে প্রিয়ঙ্কা গাঁধী ভঢরা টুইটে আশঙ্কাপ্রকাশ করেছেন। লিখেছেন, হাজার হাজার লোক পায়ে হেঁটেই বাড়ির দিকে যাত্রা করেছেন। এঁরা না পাচ্ছেন কোনও সাহায্য, না আছে খাবারদাবার। সরকারের কাছে আমার প্রার্থনা, দয়া করে এঁদের সাহায্য করুন।

শনিবার সকালের আপডেট: ইতালিতে গতকাল একদিনে মৃত ৯৬৯। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৮৫, কেরলে সব থেকে বেশি আক্রান্ত।
ভারতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এবার মহারাষ্ট্রে আরও ১। মহারাষ্ট্রে ৮৫ বছরের চিকিৎসকের মৃত্যু।
ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮। ভারতে আক্রান্ত ৮৬৩।
ভারতে লাফিয়ে বাড়ছে নোভেল করোনা সংক্রমণ। আক্রান্ত ৮০৩ জন। সংক্রমণ সবথেকে বেশি মহারাষ্ট্রে, সংক্রমণ ছড়িয়েছে ১৪৭ জনের শরীরে। এরপরেই ছড়িয়েছে কেরলে। আক্রান্ত ১৩৭। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কর্ণাটকের টুমকুরে ৬৫ বছরের বৃদ্ধের মৃত্যু। রাজস্থানের ভিলওয়াড়ায় মৃত্যু হয়েছে ৬০ বছরের আরেক বৃদ্ধের। দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৭। কর্ণাটকে ১০ মাসের শিশুর করোনা আক্রান্ত।
ভারতে লাফিয়ে বাড়ছে নোভেল করোনা সংক্রমণ। আক্রান্ত ৭৯৯ জন। সংক্রমণ সবথেকে বেশি মহারাষ্ট্রে, সংক্রমণ ছড়িয়েছে ১৪৭ জনের শরীরে। এরপরেই ছড়িয়েছে কেরলে। আক্রান্ত ১৩৭। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কর্ণাটকের টুমকুরে ৬৫ বছরের বৃদ্ধের মৃত্যু। রাজস্থানের ভিলওয়াড়ায় মৃত্যু হয়েছে ৬০ বছরের আরেক বৃদ্ধের। দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৭।
ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৬১। কর্ণাটকের টুমকুরে বৃদ্ধের মৃত্যু। ৫ মার্চ ট্রেনে গিয়েছিলেন দিল্লি। ১১ মার্চ ফেরেন দিল্লি থেকে। মৃত যে ট্রেনে গিয়েছিলেন, সেই ট্রেনে বৃদ্ধের সহযাত্রীদের চিহ্নিত করা হয়েছে। রাজস্থানের ভিলওয়াড়ায় মৃত্যু হয়েছে ৬০ বছরের বৃদ্ধের। দেশে মোট মৃতের সংখ্যা ১৭। সংক্রমণ সবথেকে বেশি ছড়িয়েছে কেরলে। আক্রান্ত ১৩৭। এরপরই মহারাষ্ট্র, সংক্রমণ ছড়িয়েছে ১৩৫ জনের শরীরে। আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন। এদের মধ্যে নাগপুরের ৪ ও গোন্ডিয়ার এক বাসিন্দা রয়েছেন। অন্ধ্রপ্রদেশে নতুন করে একজন করোনা আক্রান্ত। ওই ব্যক্তি সুইডেন ফেরত বলে প্রশাসন সূত্রে খবর। আন্দামানে দ্বিতীয় জনের শরীরে মিলল সংক্রমণ। করোনা আক্রান্ত প্রথম ব্যক্তির ভ্রমণসঙ্গী ছিলেন দ্বিতীয় আক্রান্ত। বিহারে আরও ২ জনের শরীরে মিলল সংক্রমণ।
এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গোটা রাজ্যে এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২৬ হাজার ৯১৪ জন। হাসপাতালে আইসোলেশনে ৩৮৫ জন রয়েছেন। নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯৭ জনের শরীর থেকে। এই পরিস্থিতিতে রাজ্যে এবার বেসরকারি হাসপাতালকেও করোনা পরীক্ষার অনুমোদন দিল কেন্দ্র। সোমবার থেকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পরীক্ষা। করোনা পরীক্ষা হবে অ্যাপোলো হাসপাতালেও।

ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে সাতশো। কর্ণাটকের টুমকুরে বৃদ্ধের মৃত্যু। ৫ মার্চ ট্রেনে গিয়েছিলেন দিল্লি। ১১ মার্চ ফেরেন দিল্লি থেকে। মৃত যে ট্রেনে গিয়েছিলেন, সেই ট্রেনে বৃদ্ধের সহযাত্রীদের চিহ্নিত করা হয়েছে। রাজস্থানের ভিলওয়াড়ায় মৃত্যু হয়েছে ৬০ বছরের বৃদ্ধের। দেশে মোট মৃতের সংখ্যা ১৭। সংক্রমণ সবথেকে বেশি ছড়িয়েছে কেরলে। আক্রান্ত ১৩৭। এরপরই মহারাষ্ট্র, সংক্রমণ ছড়িয়েছে ১৩০ জনের শরীরে। আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন। এদের মধ্যে নাগপুরের ৪ ও গোন্ডিয়ার এক বাসিন্দা রয়েছেন। অন্ধ্রপ্রদেশে নতুন করে একজন করোনা আক্রান্ত। ওই ব্যক্তি সুইডেন ফেরত বলে প্রশাসন সূত্রে খবর। আন্দামানে দ্বিতীয় জনের শরীরে মিলল সংক্রমণ। করোনা আক্রান্ত প্রথম ব্যক্তির ভ্রমণসঙ্গী ছিলেন দ্বিতীয় আক্রান্ত। বিহারে আরও ২ জনের শরীরে মিলল সংক্রমণ।

রাজ্যে করোনায় আক্রান্ত ১০। নয়াবাদের বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক। শরীরে প্রবল শ্বাসকষ্ট। পাঠানো হল ভেন্টিলেশনে। বেলেঘাটা আইডি-তে ভর্তিদের অবস্থার উন্নতি হয়েছে বলে জানালেন চিকিত্সক। এখনও ছাড়ার মতো পরিস্থিতি হয়নি। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাপকাঠি অনুযায়ী সুস্থ হওয়ার পর ওই রোগীদের ছাড়া হবে বলেও জানিয়েছেন ওই চিকিত্সক।
ভারতেও বাড়ছে নোভেল করোনা সংক্রমণ। কর্ণাটকের টুমকুরে বৃদ্ধের মৃত্যু। ৫ মার্চ ট্রেনে গিয়েছিলেন দিল্লি। ১১ মার্চ ফেরেন দিল্লি থেকে। মৃত যে ট্রেনে গিয়েছিলেন, সেই ট্রেনে বৃদ্ধের সহযাত্রীদের চিহ্নিত করা হয়েছে। রাজস্থানের ভিলওয়াড়ায় মৃত্যু হয়েছে ৬০ বছরের বৃদ্ধের। দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৭। মোট আক্রান্ত ৭২৪। সংক্রমণ সবথেকে বেশি ছড়িয়েছে কেরলে। আক্রান্ত ১৩৭। এরপরই মহারাষ্ট্র, সংক্রমণ ছড়িয়েছে ১৩০ জনের শরীরে। আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন। এদের মধ্যে নাগপুরের ৪ ও গোন্ডিয়ার এক বাসিন্দা রয়েছেন। অন্ধ্রপ্রদেশে নতুন করে একজন করোনা আক্রান্ত। ওই ব্যক্তি সুইডেন ফেরত বলে প্রশাসন সূত্রে খবর। আন্দামানে দ্বিতীয় জনের শরীরে মিলল সংক্রমণ। করোনা আক্রান্ত প্রথম ব্যক্তির ভ্রমণসঙ্গী ছিলেন দ্বিতীয় আক্রান্ত। বিহারে আরও ২ জনের শরীরে মিলল সংক্রমণ।
ভারতে ফের করোনায় আক্রান্তের মৃত্যু।কর্ণাটকের টুমকুরে ৬৫ বছরের বৃদ্ধের মৃত্যু।৫ মার্চ ট্রেনে দিল্লি যান, ১১ মার্চ দিল্লি থেকে ফেরেন।মৃত বৃদ্ধের ট্রেনের সহযাত্রীদের চিহ্নিত করেছে প্রশাসন
রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপকে স্বাগত প্রধানমন্ত্রীর। তাঁর ট্যুইট, ‘করোনার থেকে অর্থনীতিকে বাঁচাতে বড় পদক্ষেপ।এই ঘোষণার পরে বাড়বে অর্থের যোগান।কমবে তহবিল গড়ে তোলার খরচ।সাহায্য হবে মধ্যবিত্ত শ্রেণি ও ব্যবসা ক্ষেত্রের।'
করোনার জেরে এবার কোপ ভারতের জিডিপি বৃদ্ধিতেও? জিডিপি বৃদ্ধির পূর্বাভাসে কাটছাঁট মুডি’জের।
৫.৩ শতাংশ থেকে বৃদ্ধির পূর্বাভাস কমে ২.৫ শতাংশ।পরিস্থিতি সামলাতে রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক।
৭৫ বেসিস পয়েন্ট কমল রেপো রেট।রেপো রেট দাঁড়াল ৪.৪ শতাংশ।কমতে পারে ইএমআই।সমস্ত ব্যাঙ্কের সব ঋণের ইএমআই ৩ মাসের জন্য স্থগিতের সম্ভাবনা। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস তিন মাস ইএমআই তিন মাস স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন ব্যাঙ্কগুলিকে।
রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমে হল ৪.৪ শতাংশ। রিভার্স রেপো রেট ৯০ বেসিস পয়েন্ট কমে হল ৪ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এ কথা জানিয়েছেন।

দেশের করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭২৪। মৃতের সংখ্যা বেড়ে হল ১৭। রাজস্থানের ভিলওয়াড়ায় এক করোনা আক্রান্তর মৃত্যু হয়েছে। মহাত্মা গাঁধী হাসপাতালের প্রিন্সিপাল রাজন নন্দা জানিয়েছেন, ওই রোগীর কিডনি ও রক্তচাপ সংক্রান্ত সমস্যা ছিল।
শুক্রবার সকালের আপডেট: এরইমধ্যে জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস আজ সকাল ১০ টায় সাংবাদিক বৈঠক করবেন। গতকালই কেন্দ্র আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। এই পরিস্থিতি রিজার্ভ ব্যাঙ্কও সংকটের এই সময় বড় কিছু ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮৫। এঁদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়ে উঠেছেন ৭৪ জন। অর্থাৎ ৭৯২ জন এখনও সংক্রমিত, তাঁদের দেশের ভিন্ন ভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।


উন্মুক্ত এলাকায় হেঁচে করোনা সংক্রমণ করার অভিযোগে ব্যাঙ্গালোরে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন, আসুন, এক সঙ্গে আসুন, খোলা জায়গায় হেঁচে ভাইরাস ছড়িয়ে দিন।


শুধু ইতালিতে গতকাল ৯৬৯ জনের মৃত্যু হয়েছে, সে দেশে মৃতের সংখ্যা ৯০০০ টপকে গিয়েছে। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা এর মধ্যে ১ লাখ ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ ট্রিলিয়ন ডলারের ত্রাণ প্যাকেজ মঞ্জুর করেছেন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.