বেঙ্গালুরু: বয়স ৫০। নাম সঈদ বাবু। বিগত ১০ বছর ধরে বেঙ্গালুরু নিবাসী সঈদ কিডনির সমস্যায় ভুগছেন। চলছিল ডায়ালেসিসও। গত শুক্রবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি হন তিনি। জানা যায়, সঈদ করোনা আক্রান্ত। তারপরই তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। শনি ও রবিবার সেখানেই ছিলেন তিনি। সোমবার হাসপাতালের তিনতলায় আপতকালীন দরজা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই পজিটিভ রোগী।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, সকালে স্বাস্থ্যকর্মীকে ইডলি এনে দিতে বলেন তিনি। হাসপাতালের কর্মী ইডলি আনতে গেলে তাঁর অনুপস্থিতির সুযোগে তিনতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ডিসিপি সাউথ রোহিনি কাতচ সেপত সংবাদসংস্থাকে জানিয়েছেন, সোমবার সকালে সাড়ে ৮টা-৯টার মধ্যে এই ঘটনা ঘটেছে। হাসপাতালের তরফে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরই পুলিশ তাঁদের তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন ডিসিপি সাউথ। হাসপাতালের কাছ থেকে চাওয়া হয়েছে সিসিটিভি ফুটেজও। ভি ভি পুরম থানায় এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। হাসপাতালের তরফে কোনওরকম গাফিলতি রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।