তিনি বলেছেন, 'কারুর যদি পরীক্ষা হয় এবং পরীক্ষার ফল যদি নেগেটিভ হয় এবং কোনও উপসর্গ না থাকে, তাহলে আমার মনে হয়, সেক্ষেত্রে কোয়ারেন্টিনের প্রয়োজন নেই'।
তিনি বলেছেন, এই কোয়ারেন্টিনের কথা ঘরোয়া উড়ানের যাত্রীদের ক্ষেত্রে বলা হচ্ছে। আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টির বিধি ইতিমধ্যেই রয়েছে।
মন্ত্রী বলেছেন, 'আরোগ্য সেতু অ্যাপ পাসপোর্টের মতো, এতে কারুর স্ট্যাটাস যদি সবুজ হয়, তাহলে কোয়ারেন্টিনে থাকতে বলা হবে কেন'। তিনি বলেছেন, 'আরোগ্য সেতু অ্যাপ খুব ভালো সংস্পর্শ-চিহ্নিতকারী অ্যাপ। এই অ্যাপ অতুলনীয়'।
পুরি বলেছেন, সরকার সর্বতো চেষ্টা করছে এবং আরও বিমান বাড়ানো হচ্ছে।
মন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর জন্য অগাস্ট-সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? পরিস্থিতির উন্নতি হলে, পূর্বাভাস অনুযায়ী ভাইরাসের সংক্রমণ যদি বাগে আনা যায়, আর এর সঙ্গেই জীবনযাপনের ধারনার সঙ্গে সড়গড় হয়ে যাই এবং ব্যবস্থাপনা করার জায়গায় থাকলে জুনের মাঝামাঝি বা জুলাইয়ের শেষ থেকেই নয় কেন?
মন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক অসামরিক বিমান পরিষেবা না হলেও অন্তত কমপক্ষে একটা ভালো শতাংশে, আমরা শুরু করতে পারি।
পুরি গত বৃহস্পতিবার আগামী সোমবার থেকে ঘরোয়া বিমান পরিষেবা শুরুর ঘোষণা করে জানিয়েছিলেন যে, বিভিন্ন রুটে ন্যূনতম ও সর্বোচ্চ ভাড়া থাকবে।