সোশ্যাল মিডিয়ায় আম লুঠের এই ভিডিও ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ঠেলাগাড়িটির কাছে ছোটে নেই দেখে একে একে বহু লোক আম তুলে নিয়ে চলে যাচ্ছে। বাইক আরোহীরা হেলমেটের মধ্যে আম ঢুকিয়ে নিয়ে চলে যাচ্ছে। অনেকে আবার হাতে করেই আম নিয়ে যাচ্ছে। এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যানজটও হয়ে যায়।
এ বিষয়ে ছোটে জানিয়েছেন, ‘একটি স্কুলের কাছে কোনও একটি বিষয় নিয়ে গোলমাল বাঁধে। একদল লোক মারপিট করছিল। তারা আমাকে ঠেলাগাড়ি সরিয়ে নিতে বলে। এরপর গাড়িটি রেখে আমি সরে যাই। তখনই শুরু হয় লুঠপাট।’