নয়াদিল্লি: ২০ মার্চ নির্ভয়াকাণ্ডের চার দোষীর ফাঁসি। তার আগে বুধবার দিল্লির তিহার জেলে ফাঁসির মহড়া দিলেন ফাঁসুড়ে পবন।


আদালতের রায় অনুযায়ী আসছে শুক্রবার ভোর সাড়ে ৫টায় ফাঁসি হবে ২০১২ সালে দিল্লি গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত মুকেশ সিংহ, অক্ষয় সিংহ ঠাকুর, পবন গুপ্ত ও বিনয় শর্মার। মঙ্গলবার দিল্লি আদালত মুকেশ সিংহর মৃত্যুদণ্ডের সাজা বাতিলের আবেদন খারিজ করে দেয়। অন্যদিকে ফাঁসির সাজা রদে আন্তর্জাতিক আদালতে আবেদন করেছে বাকি তিন দোষী অক্ষয়, পবন, বিনয়


প্রসঙ্গত, ২০১২ সালে ২৩ বছরের প্যারামেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ করা হয়। নির্ভয়ার ওপর বর্বরতার চরমতা এতোটাই ছিল যে, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার পরও তাঁকে বাঁচানো যায়নি। শেষ কিছু দিন ওই হাসপাতালেই কেটেছে দিল্লির নির্ভয়ার।


এরপর কেটে গিয়েছে সাত বছর।  ছয় অভিযুক্তের মধ্যে একজন নাবালক হওয়ায় সে মুক্তি পেয়ে যায়। এক অভিযুক্তর কারাবন্দি অবস্থায়ই মৃত্যু হয়। বাকি চার অভিযুক্ত দোষী সাব্যস্ত হলেও তাদের ফাঁসি কার্যকর নিয়ে চলছে দীর্ঘ টালবাহানা।