নয়াদিল্লি: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পর এবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ুয়াদের ওপর মুখে রুমাল বেঁধে গুণ্ডাদের হামলা। মাথা ফাটল জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। আক্রান্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুচরিতা সেন। ভাঙচুর করা হয়েছে গার্লস হস্টেলও। বাম ছাত্র সংগঠন এসএফআই-এর তরফে অভিযোগ করা হচ্ছে, এবিভিপি-র অন্তত ১৫-২০ জন হাতে ব্যাট, রড হাতে গার্লস ক্যাম্পাসে ঢুকে নির্বিচারে হামলা চালায়। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে মুখে রুমাল বেঁধে একদল যুবক ব্যাট, রড হাতে ক্যাম্পাসে দাপিয়ে বেড়াচ্ছেন। আহত বাম ছাত্রনেত্রীকে এইএমএস ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন স্বরা ভাস্কর, তাপসী পান্নু, সোনম কপূর আহুজা, অনুরাগ কাশ্যপের মতো বলি তারকারা। ‘ভয়ঙ্কর ঘটনা, কী হচ্ছে এটা?’, সরব স্বস্তিকা মুখোপাধ্যায়ও।
জেএনইউ-এর ঘটনার তীব্র নিন্দা করে অপর্ণা সেনের ট্যুইট, “এবিভিপি-র গুণ্ডারা জেএনইউ-এর পড়ুয়াদের ওপর হামলা চালিয়েছে। এমন ঘটনা আরও কত দেখতে হবে? আপনি কি শিরদাঁড়াহীন? হ্যাঁ আমি উদারপন্থী, ধর্মনিরপেক্ষ এবং এটা বিকল্প হলে আমি গর্বিত। এবিভিপি এবং পুলিশকে ধিক্কার”।
“যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রতিপালিত হচ্ছে, সেখানে এমন ঘটনা ঘটছে। এই ঘটনা ভয়ের”, ট্যুইট তাপসী পন্নুর।
স্বরা ভাস্করের ট্যুইট, ‘জেএনইউ-তে সন্ত্রাস’। সোনম কপূর আহুজার প্রতিক্রিয়া, “মর্মান্তিক, জঘন্য এবং কাপুরষোচিত ঘটনা।”