নয়াদিল্লি: ২৫ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাইসিনা হিলসে আয়োজিত হবে নৈশভোজ। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মোদী মন্ত্রিসভার মন্ত্রীরা। আমন্ত্রিত আরও একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গও। রাষ্ট্রপতি ভবন থেকে আমন্ত্রণ গিয়েছে লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীর কাছে। আমন্ত্রিত রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ। সূত্রের খবর এদের কেউ আগামীকালের নৈশভোজে সামিল হচ্ছে না। কারণ একটাই।


আরও পড়ুন: ভারতের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তির ঘোষণা, ট্রাম্প বললেন, কঠিন হাতে দর কষাকষি সামলান মোদি


মার্কিন প্রেসিডেন্টের জন্য আয়োজিত নৈশভোজে নিমন্ত্রণ জানানো হয়নি কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে। ইউপিএ চেয়ারপার্সনকে উপেক্ষা করার কারণেই নৈশভোজ ‘বয়কট’ করছে কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরী আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে নৈশভোজে অংশগ্রহণ করবেন না। সোমবার গুলাম নবি আজাদও জানিয়ে দিলেন, তিনিও যাবেন না। সংবাদসংস্থাকে রাজ্যসভার বিরোধী দলনেতা বলেন, কংগ্রেসের সংসদীয় নেতা সনিয়া গাঁধীকে কোনও নিমন্ত্রণ জানানো হয়নি, সেক্ষেত্রে তাঁর পক্ষে এই নিমন্ত্রণ রক্ষা কোনওভাবেই সমীচিন নয়। সূত্রের খবর, মঙ্গলবার নৈশভোজে যাবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ।


আরও পড়ুন: ‘প্রথম মহিলা আর আমি...’ হিন্দি ট্যুইটে ভারতবাসীর উদ্দেশে বিশেষ বার্তা ট্রাম্পের


প্রসঙ্গত, আগামীকাল রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে দিল্লিতে একটি সরকারি স্কুলেও যাওয়ার কথা ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়ার। ওই অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়নি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে। যার জন্য খেদ প্রকাশ করে আম আদমি পার্টি। সরকারের তরফে সাফাই দেওয়া হয়, এই অনুষ্ঠানকে ‘অরাজনৈতিক’ রাখতেই রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। যদিও মার্কিন দূতাবাসের পক্ষে থেকে বলা হয়, দিল্লির মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে থাকলে তাঁদের কোনও আপত্তি নেই।