ট্রেন্ডিং

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, থরথর করে গোটা শহরজুড়ে ভয়াবহ কম্পন

লস্করের পর এবার এনকাউন্টারে ৩ জইশ জঙ্গির মৃত্যু

তুরস্কের সঙ্গে মউ বাতিল দিল্লির আরও এক বিশ্ববিদ্যালয়ের | Turkey

ভারতে অ্যাপেল কারখানা বন্ধের নির্দেশ আমেরিকার প্রেসিডেন্টের | Donald Trump

লস্করের পর এবার এনকাউন্টারে ৩ জইশ জঙ্গির মৃত্যু
পরস্পরকে বিয়ে করতে রাজি ধর্ষক ও নির্যাতিতা, সুপ্রিম কোর্টেই প্রোপোজাল; স্থগিতাদেশ সাজায়
লকডাউনে প্রাণ হারিয়েছেন কতজন পরিযায়ী শ্রমিক? তথ্য নেই, সংসদে জানাল সরকার
করোনা পরিস্থিতিতে সংসদের বাদল অধিবেশন শুরু হল। প্রথমদিনে সরকার কোভিড-১৯ জনিত লকডাউন সংক্রান্ত একাধিক লিখিত প্রশ্নের জবাব সরকার দিয়েছে। লকাউনের ফলে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে ঘরমুখী হয়েছিলেন।
Continues below advertisement

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে সংসদের বাদল অধিবেশন শুরু হল। প্রথমদিনে সরকার কোভিড-১৯ জনিত লকডাউন সংক্রান্ত একাধিক লিখিত প্রশ্নের জবাব সরকার দিয়েছে। লকাউনের ফলে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে ঘরমুখী হয়েছিলেন। সরকারকে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি, কত সংখ্যক পরিযায়ী শ্রমিক জীবন ও জীবিকা হারিয়েছেন এবং মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলিকে কোনও ধরনের আর্থিক সহায়তা করা হয়েছে কিনা, এ ধরনের প্রশ্ন লোকসভায় সরকারের কাছে রাখা হয়।
পরিযায়ী শ্রমিকদের দুঃখদুর্দশা সম্পর্কে সরকার অবহিত কিনা এবং লকডাউনে সরকার পরিযায়ী শ্রমিকরা যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সেগুলি সরকার বুঝতে ব্যর্থ হয়েছে কিনা-এমন প্রশ্নও উত্থাপন করা হয়।
প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছে, গত ২৫ মে থেকে ৬৮ দিনের লকডাউন পর্বে কতজন পরিযায়ী শ্রমিক কাজ হারিয়েছেন বা কতজন মারা গিয়েছেন, এমন কোনো পরিসংখ্যাণ সরকারের কাছে নেই।
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে লকডাউন পর্বে পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন বন্টন নিয়ে সরকারের কাচে রাজ্যওয়াড়ি তথ্য নেই।
লকডাউনে বাড়ি ফেরার পথে যে সব পরিযায়ী শ্রমিক প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে কোনো আর্থিক সাহায্য দেওয়া হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সরকার জানিয়েছে, এ ধরনের কোনও তথ্য সরকারের কাছে নেই। এ কারণে পরিজনদের ক্ষতিপূরণ দানের প্রশ্ন ওঠে না।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে