বেঙ্গালুরু: লকডাউনে গাড়িঘোড়া নেই। এদিকে প্রসব যন্ত্রণায় ছটফট করছেন প্রসূতি। কোনও উপায় না পেয়ে শেষ পর্যন্ত পায়ে হেঁটেই হাসপাতালের উদ্দেশে রওনা হন। সঙ্গে ছিলেন স্বামী। ৭ কিলোমিটার হেঁটে হাসপাতালে পৌঁছনোর আগেই মাঝপথেই হল নবজাতকের জন্ম। রাস্তায় একটি ডেন্টাল ক্লিনিকে নবজাতকের জন্ম দিলেন প্রসূতি। পরে সন্তান সহ মা-কে পাঠানো হল হাসপাতালে। রবিবার কর্ণাটকের এই ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া মাত্রই তা ভাইলরাল হয়ে যায়।


দেখে নিন: লকডাউনের মধ্যেই সোমবার থেকে খুলে যাচ্ছে এই সব ক্ষেত্র





ক্লিনিকের চিকিৎসক রম্যা সংবাদসংস্থাকে জানান, “ওই প্রসূতি হাসপাতালের খোঁজ করছিলেন। ক্লিনিক খোলা দেখেই এখানে ঢুকে পড়েন। দীর্ঘ পথ হেঁটে আসার কারণে তিনি ক্লান্ত ছিলেন এবং ১০ মিনিটের মধ্যেই সন্তানের প্রসব করেন। ” ওই চিকিৎসক এও জানান, প্রথমে তাঁরা দেখেন প্রসূতি ‘মৃত সন্তানের জন্ম’ দিয়েছেন। তাঁদের সন্দেহ হয়! ফের চিকিৎসায় প্রাণ ফেরে নবজাতকের। অন্যদিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসূতির অবস্থাও সঙ্কটজনক হয়ে পরে। প্রাথমিক চিকিৎসা করে পরে সন্তান সহ মা-কে হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন ডেনটিস্ট রম্যা।