নয়াদিল্লি: পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ে নির্মলা সীতারমনের বক্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। অর্থমন্ত্রীর বক্তব্য নিয়ে হাসিঠাট্টায় মশগুল নেটিজেনরা। নির্মলার বক্তব্য নিয়ে মিম বানিয়ে প্রচার শুরু করেছে কংগ্রেসও। এদিন সোশ্যাল মিডিয়ায় নির্মলা সীতারমনের একটি পুরনো ট্যুইট আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিরোধী আসনে থাকাকালীন নির্মলা সীতারমনই পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এইপিএ-২ আমলে ‘পেঁয়াজের মূল্যবৃদ্ধি হয়েছে ১৫০০ শতাংশ’। ২০১৩ সালের ওই ট্যুইট নিয়েই এবার পাল্টা নির্মলাকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন সোশ্যাল জনতা। ট্যুইটারেই একজন অর্থমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করে বলেন, তিনি কেবল বিরোধী থাকলেই পেঁয়াজ খান!
এই প্রসঙ্গেই ভারতীয় অর্থনীতির বেহাল অবস্থার জন্যও নির্মলা সীতারমনকে দায়ী করেন অনেকে। সমালোচকদের মধ্যে একজন এমনও বলেন, “অর্থনীতি নিয়ে নির্মলা সীতারমন ভাবেন না, কারণ তিনি ইকনমি ক্লাসে ভ্রমণ করেন না।” এই ইস্যুতে আবার পীযূষ গয়ালের আইনস্টাইন নিয়ে করা মন্তব্যের প্রসঙ্গও টেনে এনেছেন অনেকে। পেট্রোলের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অতওয়ালের মন্তব্যও নতুন করে প্রচারে আসছে।