নয়াদিল্লি: আইনজীবী প্রশান্ত ভূষণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল সুপ্রিম কোর্টে বলেছেন, সতর্ক করে ছেড়ে দেওয়া হোক ভূষণকে। এ ব্যাপারে বিচারপতি বলেছেন, ভূষণ যে জবাব দিয়েছেন, তা আগের চেয়েও অপমানজনক।
উল্লেখ্য, প্রশান্ত ভূষণকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁকে অবস্থান পুনর্বিবেচনার জন্য ২৪ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আদালত জানিয়েছিল, এর মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে ২৫ অগাস্ট তাঁর সাজা ঘোষণা করা হবে। সাজা নিয়ে এদিনের শুনানির আগে ভূষণ এক লিখিত বয়ান জমা দিয়েছেন এবং নিজের ট্যুইটে যা বলেছেন, তা থেকে পিছু হঠবেন না। এই পরিস্থিতি সব কিছু সু্প্রিম কোর্টের ওপর নির্ভর করছে।

‘ক্ষমা চাইলে বা পিছু হটলে, বিবেকের সঙ্গে অবমাননা হবে’, অবস্থানে অনড় প্রশান্ত ভূষণ
এদিন শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপালকে বলেন, আপনিই বলুন সাজা দিতে হলে তা কী ধরনের হবে? এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল বলেন, ভবিষ্যতে এ ধরনের বিবৃতি যেন না দেন, সে বিষয়ে সতর্ক করে দেওয়া হোক।
এরপর বিচারপতি বলেন, আমরা জানি, বিশ্বে কোনও কিছু সম্পূর্ণ নয়। ভুল সবারই হয়। কিন্তু ভুল করলে তা বোঝা দরকার। আমরা এক সুযোগ তাঁকে দিয়েছি। কিন্তু তিনি বলেছেন, ক্ষমা চাইবেন না।