নয়াদিল্লি: নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, সংশোধিত নাগরিকত্ব আইনে এমন কোনও বিধান রয়েছে কিনা, তা খুঁজে বার করে দেখান। গত সপ্তাহেই রাহুল গাঁধী ও মমতা বন্দ্যোপাধ্যায় সহ অরবিন্দ কেজরীবালকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সপ্তাহের শুরুতেই এবার সেই চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাহুল গাঁধী। তবে চ্যালেঞ্জ শাহকে নয়, নরেন্দ্র মোদিকে।

আরও পড়ুন-  সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করলে লাঠি মারব, গুলি করব, জেলে ঢুকিয়ে দেব: দিলীপ ঘোষ

আজ দিল্লিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। শরদ পওয়ার সহ একাধিক জোট সঙ্গী থাকলেও উল্লেখযোগ্যভাবে এই বৈঠক এড়িয়েছেন মমতা, কেজরীবাল এবং উদ্ধব ঠাকরে। সিএএ-র বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ এবং আগামী পদক্ষেপ নিয়ে হওয়া এই বৈঠকের শেষে নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগেন সনিয়া পুত্র। রাহুল বলেন, সরকার আসল সমস্যা সমাধানের বদলে নজর ঘোরানোর চেষ্টা করছে। বেকারদের চাকরির জন্য সরকারের কী পরিকল্পনা রয়েছে? বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সে কথা বলুন। ছাত্রদের কথা শোনা ও তাঁদের সঙ্গে কথা বলার পরিবর্তে পুলিশকে ব্যবহার করে উল্টে তাঁদেরকেই আক্রমণ করা হচ্ছে।

বেকারত্ব এবং অর্থনীতির বেহাল অবস্থা, এই মুহূর্তে এগুলোই এখন দেশের জ্বলন্ত সমস্যা। সেই সমস্যা নিয়ে কোনও সমাধান সূত্র বার করতে পারছেন না প্রধানমন্ত্রী। তিনি দেশের সবথেকে বেশি   ‘অপকার’ করছেন। রাহুল বলেন, “দুর্ভাগ্যবশত প্রধানমন্ত্রীর সেই সৎ সাহস নেই। তাঁর ছাত্রছাত্রীদের মুখোমুখি হওয়ার সাহস নেই। আর সেকারণেই তাঁদের ওপর পুলিশ দিয়ে আক্রমণ করা হচ্ছে।”