নদিয়া: বিতর্কিত এবং বিস্ফোরক মন্তব্য করে ফের একবার শিরোনামে রাজ্য বিজেপি-র সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সংশোধিত নাগরিক আইনের যারা বিরোধিতা করছেন, তাঁদের গুলি করে মারার হুমকি দিলেন দিলীপ ঘোষ। নদিয়ায় এক সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “যাঁরা হিংসা ছড়িয়েছে গুলি করে মেরেছে বিজেপি সরকার। কুকুরের মতো গুলি করে মেরেছে অসম-উত্তরপ্রদেশ সরকার। এখানেও গুলি করব, লাঠি মারব, জেলে ঢুকিয়ে দেব”।


দিলীপ ঘোষের এই বক্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল, বাম ও কংগ্রেস। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, “যারা ভারসাম্যহীন, তাঁদের কথায় বেশি মাথা ঘামাতে নেই। মানুষকে গরম গরম কথা বলে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা শান্ত থাকব। প্ররোচনায় পা দেব না”।


সুর চড়িয়ে পাল্টা আক্রমণ করেছেন বিধানসভার বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “বেশি বাড়াবাড়ি করছে। তৃণমূলের সরকার আছে তাই এত বাড়াবাড়ি করতে পারছে। মমতার সৌজন্যেই লম্ফঝম্ফ করছে। জ্যোতি বসুর সরকার থাকলে, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার থাকলে এমনটা করতে পারত না”।


এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, “উত্তরপ্রদেশের সরকার কিন্তু বলেনি, তারা গুলি করে মেরেছে। বলছে দলের নেতারা। আমরা আগামী দিনে কেন্দ্র সরকারকে প্রশ্ন করব, উত্তরপ্রদেশের সরকারকে প্রশ্ন করব, কারা ঠিক। বিজেপি-কে ক্ষমতায় আনলে কী হতে পারে মানুষ তা বুঝছে। ভোট দিয়ে এই দলটাকে কালান্তরে পাঠিয়ে দিক তাঁরা।”