নয়াদিল্লি: চলতি মাসের শেষেই ভারতীয় বাজারে পাওয়া যাবে অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডেসিভির। দেশের প্রথম সারির এক ইংরাজি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদনেই বাজারিকৃত হচ্ছে গিলিয়ড সায়েন্সসের তৈরি এই প্রতিষেধক।
দ্য ড্রাগ কন্ট্রলার জেনারেল অব ইন্ডিয়া সম্প্রতি সঙ্কটজনক অবস্থায় থাকা করোনা রোগীর ওপর রেমডেসিভির প্রয়োগের অনুমতি দিয়েছিল। দেশেই তৈরি এই অ্যান্টি-ভাইরাল ড্রাগ এবার থেকে দেশের সমস্ত ওষুধের দোকানে পাওয়া যাবে বলেই খবর।
আরও পড়ুন: 'বেড ফাঁকা, করোনা-রোগীকে ফেরানো যাবে না, খরচ কমান', বেসরকারি হাসপাতালগুলিকে কড়া বার্তা মুখ্যসচিবের
রেমডেসিভির গিলিয়ড সায়েন্সসের গবেষণামূলক এক প্রতিষেধক যা অক্সিজেন সাপোর্টে থাকা করোনা রোগীদের ওপর প্রয়োগ করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, রেমডেসিভির ‘পরীক্ষমূলক থেরাপি’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর সেকারণেই এর ব্যবহার ছিল সীমিত। একমাত্র আপতকালীন সময়েই এই ওষুধ ব্যবহারের কথা বলেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা রোগীদের ওপর নিয়মিত ভাবে রেমডেসিভির প্রয়োগ করা হয়েছে। তবে এই ওষুধকে করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে সিলমোহর দেওয়ার আগে আরও ক্লিনিকাল পরীক্ষানিরীক্ষার প্রয়োজন আছে বলেও চিকিৎসকরা জানিয়েছেন। সংবাদসংস্থা প্রকাশিত খবর অনুযায়ী ভারতে রেমডেসিভির তৈরির স্বত্ত্বাধিকারী গিলিয়ড সায়েন্সেস ইন্ডিয়ান ড্রাগ রেগুলেটরি এজেন্সির কাছ থেকে ছাড়পত্র আদায় করেছে। যার ফলে তারা বাজারে রেমডেসিভির সরবরাহ করতে পারবে। রোগীদের নিরপত্তার কথা মাথায় রেখেই চলতি মাসের পয়লা তারিখেই অনুমতি দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই ৬টি সংস্থা এই ওষুধ তৈরি ও বিক্রি করার জন্য আবেদন করেছে। যার মধ্যে পাঁচটি সংস্থা গিলিয়ড সায়েন্সেসের সঙ্গে চুক্তি করেছে বলেও খবর।
আরও পড়ুন: সেপ্টেম্বরের মধ্যেই আসছে ভ্যাকসিন, দাবি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধানের
রেমডেসিভির এক ধরনের ইনঞ্জেকশন। ১২ বছরের নীচে, গর্ভবতী মহিলা, স্তন্যদায়ী মা এবং মূত্রাশয়ে সমস্যা রয়েছে এমন রোগীদের এই ইনঞ্জেকশন দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।