ভূবনেশ্বর: রোজভ্যালিকাণ্ডে অভিনেতা-সাংসদ তাপস পালকে সিবিআই হেফাজত থেকে সরিয়ে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আর এই খবরে সিবিআইয়ের কয়েকজন অফিসার হাঁফ ছেড়েছেন বলে সূত্রের খবর।
কিন্তু, কেন? সিবিআই সূত্রে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এর কারণ নাকি তৃণমূল সাংসদ তাপস পালের খাবারের বায়নাক্কা! বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের কেলেঙ্কারিতে গ্রেফতার হলেও, তাপস পালের মুখে নাকি এখনও বার্গার, পিৎজা, ফ্রায়েড রাইস, চিলি চিকেন ছাড়া কিছুই রুচছে না!
গ্রেফতারের পর থেকে তাপস পাল বারবার দাবি করে চলেছেন, তিনি নাকি অসুস্থ। আদালতে অভিনয় করে পর্যন্ত দেখিয়েছেন যে অসুস্থতার কারণে তিনি একবার কীভাবে পড়ে গেছিলেন। কিন্তু, সিবিআই সূত্রে খবর, তাপস পালের খাওয়া-দাওয়া দেখলে না কি অসুস্থতার আঁচ পাওয়া অসম্ভব!
প্রতিদিন সকালে উঠেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ অর্ডার করে দেন কোন বেলায় তাঁর কী খাবার চাই। দুপুর ও রাতের মেনু আলাদা আলাদা। কখনও মাটন, কখনও চিকেন, কখনও ফ্রায়েড রাইস-চিলি চিকেন। আর বার্গার-পিৎজা তো অহরহ।
তাপস পালকে হেফাজতে নেওয়ার আগে পর্যন্ত সিবিআইয়ের চিন্তা ছিল, কীভাবে তাঁকে জেরা করে তথ্য আদায় করা যাবে। কিন্তু, এখন চিন্তা হয়ে দাঁড়িয়েছে, এত তেল-মশলাওয়ালা খাবার খেয়ে শেষে তিনি হেফাজতে অসুস্থ না হয়ে পড়েন!
সিবিআই সূত্রে খবর, স্বাস্থ্যের কারণে কখনও কখনও অফিসাররাই বাধ্য হয়ে তাঁকে বলছেন, স্যর এসব বেশি খাবেন না। আপনার শরীর খারাপ হবে। কিন্তু, কে কার কথা শোনে! গোয়েন্দা সূত্রে খবর, নিষেধ করলেই ধৃত সাংসদের মুখ ভার! গোঁ ধরে বসে পড়ছেন। চাহিদা মতো খাবার না পেলে আর কিছু মুখেই তুলবেন না।
সিবিআই সূত্রে দাবি, ধৃত আরেক তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় যেখানে নিয়ম মেনে সাধারণ খাবার খাচ্ছেন, সেখানে তাপস পালের বায়নাক্কা সামলাতে অফিসারদেরই ঘাম ছুটেছে।