LIVE UPDATES: শবরীমালা মামলা পাঠানো হল বৃহত্তর বেঞ্চে

১৭ তারিখ অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগে আজ তাঁর নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার ফয়সালা হওয়ার কথা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Nov 2019 10:51 AM
রাজ্য সরকার দেখুক, তা পালন করা যাবে, না যাবে না, বলল আদালত।
মহিলা প্রবেশাধিকার নিয়ে আদালতের আগের রায়ই বহাল রইল আপাতত।
৫ বিচারপতির ২ জনের অসম্মতি সত্ত্বেও মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানো হল।
মামলা গেল ৭ বিচারপতির বেঞ্চে। যতক্ষণ না ধর্মীয় রীতি সাংবিধানিক রীতির বিরুদ্ধে যাচ্ছে, ততক্ষণ তা পালন করায় অসুবিধে নেই, বলল শীর্ষ আদালত।
আজ বেলা সাড়ে দশটায় শবরীমালা মামলার রায়।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: কেরলের শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকারের বিরুদ্ধে দাখিল হওয়া আবেদনের ওপর আজ রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের শবরীমালায় প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল, গত বছর ২৮ সেপ্টেম্বর তা তুলে নেয় শীর্ষ আদালত। তার বিরুদ্ধে কেরলে প্রবল প্রতিবাদ হয়।

শবরীমালার ধার্মিক ঐতিহ্য অক্ষত রাখার দাবিতে ৬৫টি আপিল সুপ্রিম কোর্টে দাখিল হয়। এ বছর ৬ ফেব্রুয়ারি এ নিয়ে রায় দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেয় আদালত। ১৭ তারিখ অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগে আজ তাঁর নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার ফয়সালা হওয়ার কথা। গগৈ ছাড়াও ওই বেঞ্চে রয়েছেন বিচারপতি রোহিনটন ফলি নরিম্যান, এ এম খানবিলকর, ডি ওয়াই চন্দ্রচূড় ও ইন্দু মালহোত্রা। আজ বেলা সাড়ে দশটায় রায় দেবে আদালত।

গত বছর সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ ৪:১ সংখ্যাগরিষ্ঠতায় শবরীমালা মন্দিরে ১০-৫০ বছর বয়সী মহিলাদের অবাধ প্রবেশাধিকার দেয়। যদিও বেঞ্চের একমাত্র মহিলা সদস্য বিচারপতি ইন্দু মালহোত্রা এই রায়ের বিরোধিতা করেছিলেন, বলেন, ধার্মিক বিশ্বাসে আদালতের দখলদারি অনুচিত, হিন্দু পরম্পরায় সব মন্দিরের নিজস্ব রীতিনীতি রয়েছে।

আবার কেরলবাসীর একটা বিরাট অংশের বিশ্বাস হল, শবরীমালার ভগবান আয়াপ্পা নৈষ্ঠিক ব্রহ্মচারী, তিনি ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের মুখদর্শন করেন না। যে মহিলাদের আয়াপ্পায় বিশ্বাস রয়েছে, তাঁরা ওই বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর তাঁর দর্শনে যাবেন। তাঁদের বক্তব্য, যাঁরা নির্দিষ্ট বয়সের আগেই আয়াপ্পা দর্শনের জেদ ধরেছেন, তাঁদের আসলে ঈশ্বরে আস্থা নেই, তাঁদের কাছে শবরীমালা মন্দির নয়, নেহাত পর্যটনস্থল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.