নয়াদিল্লি: গতকালই জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। মহারাষ্ট্রের চলতি রাজনৈতিক জটিলতা নিয়ে বুধবার প্রথম মুখ খুললেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার গঠনের জন্য ১৮ দিন সময় দিয়েছিলেন রাজ্যপাল বিএস কোশিয়ারি। এর আগে আর কোনও রাজ্যে এত সময় দেওয়া হয়নি। বিধানসভার মেয়াদ শেষ হওয়ার পরই তিনি বিভিন্ন দলকে এক এক করে আমন্ত্রণ জানান সরকার গঠনের জন্য।
শাহ বলেন, না শিবসেনা, না কংগ্রেস, না এনসিপি বা না বিজেপি সরকার গঠনের দাবি জানাতে পেরেছে। ফলত, রাজ্যপাল যা করেছেন, তা হওয়ারই ছিল। এরসঙ্গেই শাহ যোগ করেন, তবে এখনও যদি কোনও দলের সংখ্যা থেকে থাকে, তাহলে তারা রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানাতেই পারে। রাজ্যপাল কোনও দলের সুযোগ খর্ব করেননি।
শিবসেনার সঙ্গে জোট ভেঙে যাওয়া প্রসঙ্গে অমিত শাহ বলেন, নির্বাচনের আগে, আমি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার প্রকাশ্যে বলেছি, যদি জোট জেতে তাহলে দেবেন্দ্র ফঢ়ণবীশ মুখ্যমন্ত্রী হবেন। সেই সময় কেউ আপত্তি তোলেনি। এখন তারা নতুন নতুন দাবি নিয়ে হাজির হচ্ছে, যা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।