নয়াদিল্লি: বেঙ্গালুরুতে আসাদউদ্দিন ওয়াইসির সিএএ বিরোধী সভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে গ্রেফতার হয়েছেন অমূল্য লিয়না। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ (রাষ্ট্রদ্রোহিতা) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অমূল্য জামিনের আর্জি জানালেও তা খারিজ করে দেওয়া হয়। তিন দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর সোমবার তাঁর জামিনের মামলা শুনবে আদালত। এরই মধ্যে ভিডিও করে অমূল্যকে খুনের হুমকি দিলেন শ্রীরাম সেনার নেতা সঞ্জীব মারাদি।


সরকারের উদ্দেশে এই কট্টরপন্থী নেতার হুঁশিয়ারি, “তাঁকে (অমূল্য লিয়না) ছেড়ে দেওয়া হলে আমরা এনকাউন্টার করে দেব।” ওয়াইসির সভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলা অমূল্য লিয়নাকে খুন করতে পারলে ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণাও করেছেন সঞ্জীব। “যে ওকে খুন করতে পারবে তাকে শ্রীরাম সেনার পক্ষ থেকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে”, ভিডিও বার্তায় জানিয়েছেন সঞ্জীব।


তবে পুলিশের দাবি, তাঁরা এমন কোনও ভিডিও দেখেননি। এমন কোনও ‘ঘোষণা’ হয়েছে বলেও তাঁদের জানা নেই। বল্লারির সুপারিনটেন্ডেন্ট সি কে বাবা সংবাদসংস্থাকে জানিয়েছেন, “আমি বিষয়টি খতিয়ে দেখছি। ভিডিও তে কী বলা হয়েছে আমি তা শুনিনি। আমি ভিডিওটি দেখব।”


প্রসঙ্গত, বৃহস্পতিবার অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদ-উল-মুসলিমিনের তরফে আয়োজিত একটি সিএএ বিরোধী সভায় মাইক হাতে নিয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন অমূল্য। এই ঘটনার সময় মঞ্চে ছিলেন এমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। তিনি অমূল্যের এই স্লোগানের তীব্র নিন্দা করেন। অমূল্য তাঁদের দলের কেউ নন বলেও জানান ওয়াইসি।