নয়া দিল্লি : পরিসংখ্যান। প্রতিদিনের জীবনে এর গুরুত্ব অপরিসীম। তাই বিষয়টিকে আরও জনপ্রিয় করে তুলতে "স্ট্যাটিসটিক্স ডে" বা পরিসংখ্যান দিবস পালন করা হয়। প্রয়াত অধ্যাপক পি সি মহালনাবিশের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ২৯ জুন দিনটি পালন করা হয়। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম প্রতিষ্ঠায় তাঁর অবদানকে স্বীকৃতি জানাতেই এই বিশেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে।


বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে সাহায্য করে এই পরিসংখ্যান। জাতীয় স্তরে যে বিশেষ দিনগুলি উদযাপন করা হয়, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য এই দিনটি। এবার করোনা ভাইরাস অতিমারির কারণে দিনটি নীতি আয়োগ থেকে ভিডিও কনফারেন্সিং বা ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে পালন করা হবে। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগামিং ইমপ্লিমেন্টশন দফতরের প্রতিমন্ত্রী(স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) রাও ইন্দরজিৎ সিং, জাতীয় পরিসংখ্যান কমিশনের চেয়ারম্যান অধ্যাপক বিমল কুমার রাও, ভারতের মুখ্য পরিসংখ্যানবিদ জি পি সামান্তা, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউটের অধিকর্তা অধ্যাপক সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। এই তালিকায় অন্যান্য আরও যাঁরা রয়েছেন তাঁরা হলেন- রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর মুখ্য পরিসখ্যানবিদ পিয়েত্রো জেন্নারি ও রাষ্ট্রসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর রেনাতা লোক-দেস্সাল্লিয়েন। এই উপলক্ষে তাঁরা বক্তব্য রাখবেন। এছাড়াও রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সিনিয়র আধিকারিক, স্টেকহোল্ডাররা অনুষ্ঠানে যোগ দেবেন।


পরিসংখ্যা প্রক্রিয়ার উন্নয়নের জন্য প্রতি বছর জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ কোনও একটি বিষয়কে এই দিনে আলোচনার জন্য বেছে নেওয়া হয়। এবারের থিম রয়েছে- Sustainable Development Goal (SDG)- 2 (End Hunger, Achieve Food Security and Improved Nutrition and Promote Sustainable Agriculture)।


অ্যাপ্লায়েড ও থিওরিটিক্যাল ফিল্ডে উচ্চমানের গবেষণা কীভাবে অফিসিয়াল স্ট্যাটিসটিক্যাল সিস্টেমের উপকারে এসেছে তা তুলে ধরা হবে অনুষ্ঠানে। অনুষ্ঠান চলাকালীনই এবছরের অফিসিয়াল স্ট্যাটিসটিকসে পি সি মহালনাবিশ অ্যাওয়ার্ড ২০২১ এবং অধ্যাপক সি আর রাও ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ইয়াং স্ট্যাটিসটিসিয়ানের নাম ঘোষণা করা হবে।