কলকাতা: কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোল। পাল্লা দিয়ে বাড়ল ডিজেলের দামও। আজ কলকাতায় লিটার প্রতি ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৮ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৩ পয়সা। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।
একদিনের বিরতির পর ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। দেশের বিভিন্ন জায়গায় পেট্রোলের দাম লিটারে ৩১ থেকে ৩৫ পয়সা বেড়েছে। এদিন ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৬ থেকে ৩০ পয়সা। ফলে দুই জ্বালানির দামে বেড়ে রেকর্ড স্তরে পৌঁছল। গত দুই মাসেরর মধ্যে এই নিয়ে ৩২ বার জ্বালানির দামে বৃদ্ধি ঘটানো হল। এরফলে দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে লিটারে ৯৯ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ছাড়িয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৮.৮১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮৯.১৮ টাকা।
মুম্বইতে পেট্রোলের দাম লিটারে ৩৪ পয়সা বেড়ে হয়েছে ১০৪.৯০ টাকা। গত ২৯ মে দেশের প্রথম মেট্রো শহর হিসেবে মুম্বইতে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছিল। মুম্বইতে এদিন ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৬.৭২ টাকা। 
চেন্নাইতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে যথাক্রমে ৩১ ও ২৬ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ৯৯.৮০ টাকা। ডিজেলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ৯৩.৭২ টাকা। 
পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ছয়টায় সংশোধন করা হয়। সকাল ছয়টা থেকে নতুন দাম কার্যকর হয়। পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটির মতো কিছু ট্যাক্স ও ডিলারের কমিশন যুক্ত হয়। এসব যুক্ত করার পর দাম প্রায় দ্বিগুণ বেড়ে যায়। এসএমএসের মাধ্যমেও পেট্রোল ও ডিজেলের মূল্য জানা যায়। ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, আরএসপি ও নিজের শহরের কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে এসএমএস পাঠাতে হয়। মনে রাখতে হবে যে, প্রত্যেক শহরের কোড ভিন্ন। সেই কোড ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে সহজেই পাওয়া যায়।