নয়াদিল্লি: প্রতিরক্ষা খাতে আরও একধাপ এগোল ভারত। ভারতে তৈরি অ্যান্টি-শিপ (Anti Ship Missile) মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারতীয় নৌবাহিনী। হেলিকপ্টার থেকে মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়। সংবাদ সংস্থার তরফে সেই ঘটনার মুহূর্তের ভিডিও দেওয়া হয়েছে। 


ভারতীয় নৌবাহিনী (Indian Navy) এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (fence Research and Development Organisation) যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই অ্যান্টি-শিপ মিসাইল। Seaking 42B helicopter- থেকে মিসাইল লঞ্চ করা হয়েছে। 


কোথায় পরীক্ষা:
ওড়িশার বালাসোরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে (Integrated Test Range) এই পরীক্ষা হয়।


মুকুটে পালক:
প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমানোর জন্য চেষ্টা করছে ভারতের প্রতিরক্ষা দফতর। তার জন্য বিভিন্নভাবে পরীক্ষানিরীক্ষা চলছে। সাফল্যও মিলেছে। এবার মিসাইল প্রযুক্তিতে আরও একধাপ এগোল ভারত। নৌবাহিনীর জন্য ভারতীয় প্রযুক্তিতে তৈরি মিসাইলের সফল উৎক্ষেপণ। 


 






এটাই প্রথম:
এই প্রথম ভারতে তৈরি হল বায়ু থেকে ছোড়া যায় এমন জাহাজ ধ্বংসকারী মিসাইল (Anti Ship )। প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সব দিক দিয়েই সফল। উৎক্ষেপণের মুহূর্তের ভিডিও শেয়ার করা হয়েছে টুইটারে। Seaking 42B হেলিকপ্টার থেকে মিসাইল ছোড়ার মূহূর্ত।


জানানো হয়েছে, sea skimming প্রযুক্তির মাধ্যমে পূর্ব নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে মিসাইলটি। পরীক্ষার সব ক্ষেত্রেই সফল হয়েছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র। মিসাইলের গতিপথ এবং আঘাত হানার সব ঘটনায় নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করে এই কথা জানানো হয়েছে। সফল উৎক্ষেপণের জন্য ডিআরডিও, ভারতীয় নৌবাহিনী এবং পরীক্ষায় যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 


আরও পড়ুন:  ‘স্বাধীনতার পরে বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি’ এসএসসি প্রসঙ্গে শুভেন্দুর নিশানায় পার্থ