মুম্বই: নভি মুম্বইয়ে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৩ তলা বাড়ি। বিপর্যয়ের মুহূর্তের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, দমকল, এনডিআরএফ। বাড়ি ভেঙে জখম হয়েছেন বেশ কয়েকজন। 


শনিবার বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটে। নভি মুম্বইয়ের CBD -বেলাপুরে এই ঘটনা ঘটেছে। ওই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মারা গিয়েছেন ৩ জন। ঘিঞ্জি ওই বাড়িতে বহু লোক বাস করতেন। ভেঙে পড়ার আগের মুহূর্তে অনেকে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তারজেরেই বড় সংখ্যায় প্রাণহানি এড়ানো যায়। 


মহারাষ্ট্রে তুমুল বৃষ্টি চলছে, তার মধ্যেই হয়েছে এই বাড়ি ভাঙার ঘটনা। ওই বাড়িটির নাম ছিল ইন্দিরা নিবাস। ২০১৩ সালে তৈরি হয়েছিল বাড়িটি। সেখানে ছিল ১৭টি ফ্ল্যাট। নভি মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার কৈলাস শিন্ডে এএনআই-কে জানিয়েছিলেন, ভোর পাঁচটা নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। তিনতলা বাড়ি ছিল সেটি। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছিল বলেও জানিয়েছিলেন তিনি। 


 










মাত্র ১০ বছরের পুরনো বাড়ি কীভাবে এভাবে ভেঙে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্ত হবে এবং বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। সূত্রের খবর, ভেঙে পড়ার আগে বাড়িটি কাঁপতে শুরু করে। বাড়ি কাঁপতে দেখেই আতঙ্কে তড়িঘড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে যান বহু বাসিন্দা। তাতেই অনেক প্রাণহানি এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার কয়েকদিন আগেও দক্ষিণ মুম্বইয়ে বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল। চারতলা একটি বাড়ি ভেঙে এক বৃদ্ধা মারা গিয়েছিলেন। বেশ কয়েকজন আহত হয়েছিলেন ওই ঘটনায়।  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ মিথ্যে- প্রমাণ পেতেই ক্ষুব্ধ বিচারক! ভরা আদালতে এ কী বললেন?