আজ নীতীশের পাশাপাশি শাসক জোটের আরও কয়েকজন নেতা শপথ নিয়েছেন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে। শপথ নিয়েছেন দুই উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ ও রেণু দেবী। গতকাল এনডিএ পরিষদীয় দলের বৈঠকে শাসক শিবিরের নেতা হিসাবে আনুষ্ঠানিক ভাবে নীতীশকুমারের নাম ঘোষিত হয়। বৈঠকে ছিলেন বিজেপির শীর্ষনেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, দলের বিহারের ভারপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদব ও নির্বাচন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত নেতা দেবেন্দ্র ফঢ়নবিশ।
এদিন শপথ গ্রহণ করা বিধায়কদের মধ্যে আছেন বিজেপির জোটশরিক হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রধান জিতনরাম মাঝির ছেলে সন্তোষ কুমার সুমন, বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহনি, জেডি-ইউয়ের বিজয় কুমার চৌধুরি, বিজেন্দ্র প্রসাদ যাদব, অশোক চৌধুরি ও মেওয়া লাল চৌধুরি।
পূর্ব ঘোষণা অনুসারে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে আরজেডি ও তার প্রধান তেজস্বী যাদব। তিনি ট্যুইট করেন, মাননীয় নীতীশকুমারজিকে মুখ্যমন্ত্রী ‘মনোনীত’ হওয়ায় শুভেচ্ছা জানাই। আশা করব, ব্যক্তিগত বাসনা পূরণের পরিবর্তে উনি সাধারণ মানুষের আশাআকাঙ্খা বাস্তবায়িত করবেন, এনডিএ-র ১৯ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি কার্যকর করবেন, কাজের ব্যবস্থা করা, স্বাস্থ্য, আয়ের সুযোগ তৈরি, সেচের মতো বিষয়গুলিতে অগ্রাধিকার দেবেন।