মুম্বই: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের (Maharashtra assembly elections 2024)  প্রচারে গিয়ে হিন্দু ভোট একজোট করার ডাক দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও হিন্দুত্ববাদের ব্র্যান্ড বয় যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মহারাষ্ট্রের বিদায়ী উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ যাকে প্রকাশ্যে সমর্থনও করেছেন। তা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে। এমনকী এই স্লোগান নিয়েই একমত নন এনডিএ নেতারাও। 


একদা কংগ্রেসের মুখ্যমন্ত্রী থেকে বর্তমানে বিজেপির সাংসদ হওয়া অশোক চহ্বান কিংবা এনসিপি নেতা ও রাজ্যের আরেক উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এই স্লোগান মহারাষ্ট্রের জন্য প্রযোজ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন। বরং তাঁদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'এক হ্যায় তো সেফ হ্যায়' স্লোগানটাই বেশি কার্যকরী মনে হচ্ছে। এই নিয়ে প্রকাশ্যে মুখও খুলতে দেখা গেছে তাঁদের।


গত অগাস্ট মাসে উত্তরপ্রদেশের জনসভায় প্রথম 'বাঁটেঙ্গে তো কাঁটেঙ্গে' স্লোগান তুলতে দেখা গিয়েছিল উত্তরপ্রদেশের ফায়ারব্র্যান্ড মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। হিন্দুত্ববাদীদের একজোট হয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ছিলেন। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন এসেও এই স্লোগান দিতে দেখা গেছে তাঁকে। কিন্তু, এই স্লোগান মহারাষ্ট্রের জন্য প্রযোজ্য নয় বলে সাফ জানিয়ে দিলেন বিজেপির সাংসদ ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বান থেকে শুরু করে এনসিপি পার্টির প্রধান তথা রাজ্যের বিদায়ী উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।


শরদ পাওয়ারের ভাইপোর কথায়, "বাঁটেঙ্গে তো কাঁটেঙ্গে স্লোগানটা মহারাষ্ট্রের ক্ষেত্রে ঠিক নয় বলেই আমার ব্যক্তিগত মত। তার চেয়ে অনেক বেশি আকর্ষণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগান'টি। তাঁর মতে, ভারত রক্ষা পাবে যদি এক থাকে। এপ্রসঙ্গে অজিত পাওয়ার বলেন," এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগানটার মধ্যে খারাপ কিছু নেই। এই নিয়ে কোনও সমালোচনা হতে পারে বলে আমার মনে হয় না। যদি আমরা একসঙ্গে থাকি তাহলে সবার ভালো হবে। 'বাঁটেঙ্গে তো কাঁটেঙ্গে'কথাটা ঠিক নয়। উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশের মানুষের চিন্তাভাবনা আলাদা। কিন্তু, এই ধরনের স্লোগান এখানে কাজ করবে না। আমার মতে, ওই স্লোগান মহারাষ্ট্রে কোনও গুরুত্ব পাবে না।"


একদা কংগ্রেসের মুখ্যমন্ত্রী থাকা বর্তমানের বিজেপি সাংসদ অশোক চহ্বানের মতে, "এই স্লোগানটি ভালো মানের ও যুক্তিযুক্ত নয় আর মানুষ এই কথাকে সমর্থন জানাবে না। সেই সঙ্গে ভোট জেহাদ বা ধর্মযুদ্ধ কথাটাও আমার কাছে গুরুত্বহীন মনে হয়েছে। কারণ বিজেপি ও শাসক জোট মহাযুতির নীতি হল দেশ ও মহারাষ্ট্রের উন্নয়ন। 'বাঁটেঙ্গে তো কাঁটেঙ্গে' স্লোগানের পিছনে কোনও যুক্তি নেই। নির্বাচনের সময় স্লোগান দেওয়া হয়। নির্দিষ্ট এই স্লোগানটি ভালো মানের নয় এবং আমি মনে করি মানুষ একে সমর্থন করবে। ব্যক্তিগতভাবে আমি এই ধরনের স্লোগানের পক্ষে নই। প্রতিটি রাজনৈতিক মানুষ প্রচুর চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন। কারও অনুভূতিতে আঘাত যেন না লাগে এটাও আমাদের দেখতে হবে।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Sheikh Hasina: দিল্লিতে ১০০ দিন পার শেখ হাসিনার, বিপদে বরাবর পাশে পেয়েছেন ভারতকেই