নয়াদিল্লি: উপ-রাষ্ট্রপতি নির্বাচনে নরেন্দ্র মোদির নতুন চমক। উপ রাষ্ট্রপতি পদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) প্রার্থী করল বিজেপি (BJP) নেতৃত্বাধীন NDA। বিজেপির (BJP) সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন নাড্ডা (JP Nadda)। শনিবার সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘কৃষক-পুত্র জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী’। শনিবারই দিল্লি যান রাজ্যপাল জগদীপ ধনকড়। দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।  প্রধানমন্ত্রীর দফতরের তরফে ট্যুইট করে জানান হয় সে কথা।


শনিবার দিল্লিতে (Delhi) গিয়ে প্রথমে নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করেন ধনকড়। তার আগে শুক্রবার অমিত শাহের (Narendra Modi) সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর শনিবার সন্ধেয় উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাই করতে বৈঠকে বসে বিজেপির সংসদীয় বোর্ড। উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং (Rajnath Singh)। সেখানেই জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) প্রার্থী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।












একনজরে জগদীপ ধনকড়ের কর্মজীবন





  • ১৯৫১ সালের ১৮ মে রাজস্থানের ঝুনঝুনু জেলার কিথানায় জন্ম জগদীপ ধনকড়ের

  • ১৯৭৮-৭৯ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে LLB পাস করেন তিনি

  • আইনজীবী হিসাবে দীর্ঘদিন রাজস্থান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন জগদীপ ধনকড়

  • ১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুনু থেকে জনতা দলের হয়ে লোকসভা ভোটে জয়ী হন তিনি

  • ১৯৯০ সালে কেন্দ্রীয় সংসদীয় প্রতিমন্ত্রী হন

  • ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের কিষণগড়ের বিধায়ক ছিলেন তিনি

  • ২০০৩ সালে বিজেপিতে যোগ দেন জগদীপ ধনকড়

  • ২০১৯ সালের ৩০ জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ নেন তিনি



পশ্চিমবঙ্গের (West Bengal) রাজ্যপাল পদে বসার পর থেকেই বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তাঁর সঙ্গে রাজ্য সরকার ও তৃণমূলের সংঘাতও গত ৩ বছর ধরেই চলছে। 


 





রাজভবনে নিয়মিত দরবারও বসান রাজ্যপাল। বহুবার তৃণমূল দাবি করেছে, বিজেপি নেতার মতো আচরণ করেন ধনকড়। পাল্টা জগদীপ ধনকড় ও বিজেপির দাবি, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে যা যা করা দায়িত্ব, তাই পালন করেন ধনকড়। রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বাগযুদ্ধ থেকে পত্রযুদ্ধ বারবার সামনে এসেছে। তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এর পাশাপাশি কলকাতার রাজভবন থেকে দার্জিলিংয়ের রাজভবন পর্যন্ত দু’জনের মধ্যে সৌজন্যের ছবিও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি দার্জিলিংয়ে গিয়ে রাজ্যসরকাকে তুলোধোনা করেন রাজ্যপাল। পরক্ষণেই রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে জগদীপ ধনকড়ের বৈঠক হয়। উপস্থিত ছিলেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। যদিও এদিন রাজভবন থেকে বাইরে এসে মুখ্যমন্ত্রী জানান কোনও রাজনৈতিক আলোচনা নয়, নেহাতই সৌজন্য সাক্ষাৎকারে আসে সেদিন। 


আরও পড়ুন: ICSE Result: আইসিএসই দশমের ফল আগামিকাল