কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আগামিকাল আইসিএসই (ICSE)দশমের (Class IX) ফলপ্রকাশ (Result)। বিকেল ৫টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। ওয়েবসাইট, এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। শনিবার সন্ধ্যায় কাউন্সিল যে বিজ্ঞপ্তি দিয়েছে তা অনুযায়ী, আগামিকাল থেকেই কেরিয়ার পোর্টালে ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পাবে। একই ভাবে ফলাফল দেখতে পাবে স্কুলগুলিও। এছাড়া কাউন্সিলের সাইট মারফতও ফলাফল দেখা হবে। পুনর্মূল্যায়নের আবেদনের জন্য আগামী ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সময় থাকছে।
কী ভাবে পরীক্ষা?
করোনা আবহে এই প্রথম আইসিএসই দশমের দুটো আলাদা সেমেস্টারে পরীক্ষা হয়েছে। একই ভাবে মূল্যায়নের পথে হেঁটেছে সিবিএসই-ও। আইসিএসই দশমের ক্ষেত্রে প্রথম টার্ম হয় নভেম্বর-ডিসেম্বরে। দ্বিতীয় টার্ম এপ্রিল-মে মাসে। সেই পরীক্ষাগুলিরই আগামিকাল ফলপ্রকাশ। তবে দ্বাদশের ফলাফল কবে বেরোবে,এখন তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষামহল। কারণ ১৮ জুলাই থেকে ৫ অগস্টের মধ্যে কলেজে ভর্তির প্রক্রিয়া হওয়ার কথা। এদিকে আইসিএসসি দশমের ফল আগামিকাল বেরোতে চললেও দ্বাদশের ফলাফল কবে বেরোতে পারে তা এখনও ঠিক করেনি বলেই কাউন্সিল সূত্রে খবর। আঁধারে সিবিএসই দ্বাদশের রেজাল্টের দিনক্ষণও।
পরীক্ষা একনজরে...
অফলাইনে পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল ২০২২-র সিবিএসই-আইসিএসই-র বোর্ড পরীক্ষার্থীদের একাংশ। বোর্ড পরীক্ষার বিষয়ে মোট ১৫ রাজ্যের কয়েকশো পড়ুয়ার ওই আবেদনে বলা হয়েছিল, অফলাইন পরীক্ষার পরিবর্তে একটি বিকল্প মূল্যায়ন পদ্ধতি চালু করা হোক। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অফলাইনের পরিবর্তে বর্তমানে অনলাইনেই পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য তাঁরা। এমনকী দেশে যেহেতু করোনা সংক্রমণ রয়েছে তাই এই অবস্থায় অফলাইনে পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে, সেই দায় কে নেবে তা নিয়েও আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। কিন্তু আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। জানানো হয়েছিল, গত বছর থেকে পরিস্থিতি যে ভাবে পরিবর্তিত হয়েছে তা বিবেচনা করেই সিদ্ধান্ত। আবেদনগুলির কোনও ভিত্তি নেই, সংযোজন করে শীর্ষ আদালত।
সব পেরিয়ে এ বার সেই পরীক্ষাগুলিরই একটির ফলপ্রকাশ হচ্ছে আগামিকাল।