পুনে: কোভিড-১৯ মোকাবিলার জন্য সারা বিশ্ব লড়ছে। আর এই লড়াই পাকাপাকি জিততে হলে চাই ভ্যাকসিন বা টীকা। কিন্তু টীকা প্রস্তুতকারক সংস্থাগুলি যদি তাদের বিরুদ্ধে ওঠা নানা মিথ্যা মামলা লড়তেই ব্যস্ত থাকে, তবে টীকার কাজ এগোবে কেমন করে! এমনই প্রশ্ন তুলে দিলেন বায়োটেক সংস্থা সেরাম-এর কর্ণধার আদার পুনাওয়ালা। তাই ভ্যাকসিন তৈরি ও তা বাজারে নিয়ে আসার বিষয়টিতে গতি আনতে সরকারের হস্তক্ষেপ দাবি করলেন তিনি। তাঁর আবেদন, মিথ্যা মামলা থেকে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলিকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুক সরকার।
কেন পুনাওয়ালা এমন কথা বলছেন তার একটি প্রেক্ষিত রয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ফর্মুলায় ভারতে কোভিশিল্ড টিকা বানিয়েছে সেরাম। এই টিকার ট্রায়ালেও জটিল পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সম্প্রতি অভিযোগ করেন এক স্বেচ্ছাসেবক। তাঁর দাবি, সেরামের টিকা নিয়ে স্নায়ুর জটিল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। তারপরই সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মামলা করেন ওই স্বেচ্ছাসেবকের আইনজীবী। পালটা অপপ্রচার চালানোর অভিযোগে ১০০ কোটি টাকার মামলা ঠুকে দেয় সেরামও। সব মিলিয়ে বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। টিকা নিয়ে প্রশ্ন উঠে ভীতি দেখা দেয় সাধারণ মানুষের মনে।
ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে অনবরত উঠে আসা আইনি জটিলতা ও মানুষের ভ্যাকসিন সংক্রান্ত ভ্রান্ত ধারণা ও ভয় নিয়ে জেরবার পুনাওয়ালা। তাঁর বক্তব্য, এই মুহূর্তে দেশ এমনিতেই মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে। ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলি মরিয়া হয়ে মানুষের হাতে ভ্যাকসিন তুলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এমন কঠিন সময়েও এক শ্রেণির মানুষ মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। মামলা ঠুকে দেওয়া হচ্ছে কোনও নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ ছাড়াই। ভ্যাকসিনে জটিল পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে বলে মিথ্যা প্রচার করা হচ্ছে। বেশিরভাগ ওষুধ নির্মাতা সংস্থাগুলিই এহেন অপপ্রচারের শিকার।
সেরাম কর্তার সংযোজন, ভ্যাকসিন কোম্পানিগুলি সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে তবেই টিকার ট্রায়ালে সবুজ সংকেত দেয়। প্রাণহানির সামান্যতম আশঙ্কা থাকলে কখনওই টিকা সামনে আনা হত না। কিন্তু অপপ্রচারের ফলে জটিলতা তৈরি হচ্ছে। এইসব যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা করুক কেন্দ্র সরকার। কারণ, মিথ্যা মামলার জালে জড়িয়ে পড়লে ভ্যাকসিন বণ্টনে অযথা দেরি হবে। এক্ষেত্রে আমেরিকার মহামারী সংক্রান্ত একটি আইনের কথা বলেন সেরাম কর্তা। ওই আইনে মহামারীর সময় ভ্যাকসিন কোম্পানিগুলিকে সরকারের তরফে মামলা থেকে সুরক্ষা দেওয়া হয়। তেমন আইন ভারতেও বলবৎ করা যায় কিনা তা বিবেচনা করার আবেদন রেখেছেন পুনাওয়ালা। ভ্যাকসিন নির্মাতাদের বাধাহীনভাবে কাজ করার জন্য একটা কিছু পদক্ষেপ ভীষণ প্রয়োজন বলে মনে করছেন তিনি।
ভ্যাকসিন নির্মাতাদের মিথ্যা মামলা থেকে বাঁচতে আইনি সুরক্ষার আবেদন সেরাম কর্তার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Dec 2020 11:33 AM (IST)
সেরাম কর্তার সংযোজন, ভ্যাকসিন কোম্পানিগুলি সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে তবেই টিকার ট্রায়ালে সবুজ সংকেত দেয়। প্রাণহানির সামান্যতম আশঙ্কা থাকলে কখনওই টিকা সামনে আনা হত না।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -