চোখ রাখুন আকাশে, আজ একেবারে কাছাকাছি আসছে বৃহস্পতি-শনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Dec 2020 08:46 AM (IST)
জ্যোতির্বিজ্ঞানের অঙ্ক বলছে, বৃহস্পতি তার প্রতিবেশীর কাছাকাছি আসে ১৯ বছর ৭ মাস পর। তবে এতটা কাছাকাছি শেষবার এসেছিল ১৬২৩ সালে।
কলকাতা: প্রায় ৪০০ বছর পর হতে চলেছে ইতিহাসের পুনরাবৃত্তি। আজকের আকাশে ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা 'গ্রেট কনজাংশন'। একেবারে কাছাকাছি আসছে বৃহস্পতি ও শনি। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ দুই বৃহদাকার গ্রহ অবস্থান করবে শূন্য দশমিক এক ডিগ্রি কৌণিক দূরত্বে। এর ফলে সূর্যাস্তের পর পৃথিবী থেকে দু’টি গ্রহকেই দেখা যাবে একই আকারের। বিকেল ৫টা থেকে তা দেখা যাবে খালি চোখেই। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, পাশাপাশি থাকলেও সৌরমণ্ডলের সবচেয়ে বড় দু’টি গ্রহের এত কাছাকাছি আসা দুর্লভ ঘটনা৷ ২১ ডিসেম্বর বছরের সব থেকে ছোট দিন, দীর্ঘতম রাত। বিশেষ এই দিনেই বিরল ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ। জ্যোতির্বিজ্ঞানের অঙ্ক বলছে, বৃহস্পতি তার প্রতিবেশীর কাছাকাছি আসে ১৯ বছর ৭ মাস পর। তবে এতটা কাছাকাছি শেষবার এসেছিল ১৬২৩ সালে। ২০৪০ সালে আবার তারা একে অপরের কাছাকাছি আসবে।