নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে ইতিমধ্যেই। কিন্তু যত দিন গড়াচ্ছে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার জানা গেল, ওড়িশা, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান এবং উত্তরপ্রদেশ থেকে পরীক্ষায় বসা অনেকে গুজরাতিতে উত্তর লিখে এসেছিলেন। গুজরাতি তাঁদের মাতৃভাষাও নয়, স্কুলে গুজরাতি শিক্ষাও পাননি। বরং টাকার বিনিময়ে উত্তরপত্র ভরে দেওয়ার চুক্তিবাবদই পরীক্ষার জন্য গুজরাতি ভাষার চয়ন করেন তাঁরা। (NEET Controversy 2024)


NEET পরীক্ষায় অনিয়ম নিয়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. গুজরাত হাইকোর্টে ধৃত এক ব্যক্তিকে পেশ করে তারা। ধৃতকে হেফাজতে চেয়ে সওয়াল করতে গিয়েই নয়া তথ্য খোলসা করেন CBI-এর আইনজীবী। আদালতে জানান, ওড়িশা, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান এবং উত্তরপ্রদেশ থেকে NEET পরীক্ষায় বসা পড়ুয়ারা গুজরাতি ভাষায় পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। আসলে আগেভাগেই গুজরাতি দালালদের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছিল তাঁদের। ঠিক হয়েছিল, তাঁরা সাদা খাতা জমা দিয়ে আসবেন। পরবর্তীতে গুজরাত থেকে তাঁদের সেই সাদা খাতা ভরে দেওয়া হবে। (NEET Exam Row)


CBI-এর আইনজীবী জানিয়েছেন, পরীক্ষার আগে থেকেই সব ঠিক হয়ে রয়েছিল। ভিন্ রাজ্যের পরীক্ষার্থীদের স্থায়ী ঠিকানা হিসেবে ভাদোদরা বা পঞ্চমহল লিখতে বলা হয়েছিল। কারণ সেখানকার দু'টি পরীক্ষাকেন্দ্রের নিয়ন্ত্রণ পরীক্ষা দুর্নীতির দালালদের হাতে ছিল। ভিন্ রাজ্য থেকে সেখানে গুজরাতিতে পরীক্ষা দিতে গিয়েছিলেন পড়ুয়ারা। তাঁরা সাদা খাতাই জমা দিয়ে আসেন। পরে তা স্থানীয় শিক্ষক এবং আধিকারিকদের দিয়ে ভরিয়ে নেওয়া হয়। 


আরও পড়ুন: Supreme Court: 'NEET UG-তে গণহারে অনিয়মের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি', হলফনামা দিয়ে জানাল NTA


NEET দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই গুজরাত থেকে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। ছয় অভিযুক্তের মধ্যে পাঁচ জনকে হেফাজতেও নিয়েছে CBI. ধৃতদের মধ্যে রয়েছেন দীক্ষিত পটেল, যিনি গোধরার জয় জলরাম স্কুলের মালিক। গত ৫ মে ওই স্কুলে NEET পরীক্ষা নেওয়া হয়। গত ৩০ জুন দীক্ষিতকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, NEET পরীক্ষায় পাস করিয়ে দিতে পড়ুয়াদের থেকে তিনি মাথাপিছু কমপক্ষে ১০ লক্ষ টাকা করে নেন। টাকার বিনিময়ে কমপক্ষে ২৭ জনকে পড়ুয়াকে অসৎ উপায়ে পরীক্ষায় উতরে যেতে সাহায্য করেন দীক্ষিত। স্কুলের অধ্যক্ষ, শিক্ষক, ভাদোদরার শিক্ষা বিষয়ের পরামর্শদাতা এবং দুই দালালকেও গ্রেফতার করা হয়েছে।


NEET পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতির তদন্ত করতে নেমে এখনও পর্যন্ত ছয়টি এফআইআর দায়ের করেছে CBI. গ্রেফতার করা হয়েছে ১১ জনকে। বিহারে যে এফআইআর দায়ের হয়েছে, তা মূলত প্রশ্নপত্র ফাঁসের। গুজরাত, রাজস্থান এবং মহারাষ্ট্রে পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কারও পরীক্ষায় বসার মতো গুরুর অভিযোগ রয়েছে।


Education Loan Information:

Calculate Education Loan EMI