নয়াদিল্লি: এবার স্থগিত NEET-PG এন্ট্রান্স। UGC-NET, CSIR UGC NET-এর পর NEET-PG এন্ট্রান্স স্থগিত। প্রবেশিকার একদিন আগে স্থগিত NEET-PG এন্ট্রান্স। কবে ফের NEET-PG এন্ট্রান্স, পরে জানানো হবে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অনিয়ম এবং দুর্নীতির ভূরি ভূরি অভিযোগের মধ্যে আরও একটি প্রবেশিকা পরীক্ষা স্থগিত হল। কবে পরীক্ষা হবে, তা দ্রুত জানানো হবে। 


শনিবার রাতে স্নাতকোত্তর স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, NEET-PG বাতিল স্থগিত করা হল। রবিবারই পরীক্ষা ছিল। পরিবর্তে কবে পরীক্ষা নেওয়া হবে, তা এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দ্রুতই পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হবে। অতি সম্প্রতি প্রতিযোগিতামূলক পরীক্ষা NEET এবং UGC-NET ঘিরে যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেকথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক ভাবে NEET-PG স্থগিত করা হল বলে জানিয়েছে কেন্দ্র। 


NEET-PG স্থগিত করা নিয়ে কেন্দ্র জানিয়েছে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোথাও কোনও খামতি নেই নিশ্চিত করে, তবেই পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, "পরিস্থিতি বুঝে, আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ জুন, আগামী কাল যে NEET-PG নেওয়ার কথা ছিল, তা স্থগিত করা হচ্ছে। দ্রুত পরীক্ষার পরবর্তী দিন ঘোষণা হবে। এই সমস্যার জন্য পড়ুয়াদের কাছে ক্ষমাপ্রার্থী কেন্দ্র।"



আরও পড়ুন: NTA DG Removed: পরীক্ষা কেলেঙ্কারিতে তোলপাড় দেশ, অপসারিত NTA-র ডিজি


ডাক্তারি পড়ার ক্ষেত্রে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা হল NEET. আর স্নাতকোত্তর স্তরে অর্থাৎ MBBS-এ ভর্তি পরীক্ষা হল NEET-PG. NEET যদিও ন্য়াশনাল টেস্টিং এজেন্সি (NTA) করায়, NEET-PG নেওয়ার দায়িত্বে রয়েছে ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন্স ইন মেডিক্যাল সায়েন্সেস। অ্যাডভান্সড মেডিক্যাল নলেজ পরীক্ষাও বলা হয় NEET-PG-কে। 


বিগত কিছু দিন ধরেই দেশের উচ্চস্তরের প্রবেশিকা পরীক্ষা NEET এবং UGC-NET ঘিরে বিতর্ক তুঙ্গে। ওই দু'টি পরীক্ষাই নেওয়ার দায়িত্বে ছিল NTA. কিন্তু দু'টি পরীক্ষাতেই ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রশ্নপত্র ফাঁসে কোটি কোটি টাকার লেনদেন, সন্দেহজনক ভাবে নির্বিচারে গ্রেস মার্কস বণ্টন এবং অনিয়মের অভিযোগ উঠেছে NEET নিয়ে। প্রশ্নপত্র ফাঁসের খবর পেয়ে বাতিল হয়েছে UGC NET-ও। তার পর থেকে আকের পর এক পরীক্ষা বাতিল হয়ে চলেছে। পরীক্ষার পদ্ধতিতে সংশোধন আনতে ISRO-র প্রাক্তন চেয়ারম্যানকে প্রধানকে কের উচ্চ পর্যায়ের কমিটিও গঠিত হয়েছে।