নয়াদিল্লি: এন্ট্রান্স-কেলেঙ্কারি নিয়ে তোলপাড়ের মধ্যেই অপসারিত National Testing Agency-র ডিজি সুবোধ কুমার সিংহ। আপাতত NTA-এর ডিজির দায়িত্বে প্রদীপ কুমার খারোলা। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET এবং UGC-NET নিয়ে অনিয়ম এবং দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। প্রশ্নপত্র ফাঁসে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ। সেই বিতর্কের মধ্যেই NTA-র ডিজি-কে সরাল কেন্দ্র। (NTA DG Removed)


NTA-র নয়া ডিজি প্রদীপ প্রাক্তন ১৯৮৫ ব্যাচের আইএএস অফিসার। শনিবার রাতে তাঁকে সুবোধের জায়গায় বসানো হল। সুবোধকে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। স্থায়ী ভাবে কাউকে ওই পদে যতদিন না নিযুক্ত করা হচ্ছে, তত দিন দায়িত্ব সামলাবেন প্রদীপই। (NEET Controversy)


গত দু'মাস ধরে NTA-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দেশের সবচেয়ে বড় দুই প্রতিযোগিতামূলক পরীক্ষা, NEET এবং UGC-NET নেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। এমনিতে সেভাবে তাঁকে নিয়ে চর্চা না হলেও, এই বিতর্কের জেরেই খবরে উঠে আসেন ১৯৯৭ সালের IAS অফিসার, ৫০ বছরের সুবোধ। IIT রুরকি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। IGNOU থেকে MBA-ও করেছেন। 



আরও পড়ুন: Pro Tem Speaker Row: নিয়ম বহির্ভূত ভাবে প্রোটেম স্পিকার নিয়োগ? লোকসভা অধিবেশনের আগে BJP বনাম বিরোধীদের তরজা


সুবোধ NTA-র দায়িত্বে আসার আগে, ক্রেতা-সুরক্ষা মন্ত্রকের ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত, বিজেপি-র মুখ্যমন্ত্রী রমন সিংহের সরকারের আমলে ছত্তীসগঢ় সেক্রেট্যারিয়টেও কাজ করেছেন। জগদলপুর, বিলাসপুর, অম্বিকাপুর বিমানবন্দরের উন্নয়ন-সহ মুখ্যমন্ত্রীর দফতের ডিজিটাল-করণের শ্রেয় তাকে দেওয়া হয়। 


রমন সিংহের ঘনিষ্ঠ বলেও গন্য হতেন সুবোধ। IAS অফিসার আসলে বিজেপি-র লোক বলেও অভিযোগ তুলতেন বিরোধীরা। সেই সময় রমণ সিংহ সরকারের বিরুদ্ধে খনি দুর্নীতির অভিযোগ ওঠে।  পাশাপাশি ৩৬ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগও সামনে এসে। যদিও সুবোধের নাম জড়ায়নি তাতে। অন্য দুই IAS অফিসারের নাম জড়ায়। এর পর, ২০১৮ সালে ছত্তীসগঢ়ে ক্ষমতায় আসে কংগ্রেস। তদানীন্তন মুখ্যমন্ত্রী ভূপেশ সিংহ বাঘেলের সরকারে কার্যত কোণঠাসা হয়ে পড়েন সুবোধ। ২০২০ সালের জানুয়ারি মাসে ছত্তীসগঢ়ের লেবার, স্ট্যাম্প এবং রেজিস্ট্রেশন বিভাগ থেকে সরে আসেন তিনি। 


২০০২ সালে ১০০ দিনের কাজ এবং ২০১৯ সালে দেশের সম্পদের বণ্টন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য় জাতীয় পুরস্কার পান সুবোধ। সহকর্মীরা সুবোধের প্রশংসাই করেন এখনও। কিন্তু NEET এবং UGC-NET কাণ্ডে তাঁর ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। শেষ পর্যন্ত শনিবার শিক্ষা মন্ত্রকের তরফে তাঁকে NTA থেকে সরানো হল।