নয়া দিল্লি: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা NEET-এ দুর্নীতির অভিযোগ ঘিরে দেশজুড়ে হূলস্থূল চলছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে PhD এবং কলেজে নিয়োগের পরীক্ষা UGC NET বাতিল করতে হয়েছে। স্থগিত হয়ে গেছে CSIR UGC NET-ও। পরীক্ষার একদিন আগে স্থগিত করে দেওয়া হয়েছে NEET PG-ও। এবার NEET-UG-তে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির তদন্তভার দেওয়া হল CBI-কে। 


দেশজুড়ে গন্ডগোলের মুখে এবার পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজি-কে সরিয়ে দিল কেন্দ্র। NTA-র ডিজি সুবোধকুমার সিংকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। সূত্রের দাবি, NTA-র ডিজি সুবোধকুমার সিংয়ের বিরুদ্ধে কেন্দ্রকে ভুল তথ্য় দেওয়ার অভিযোগ উঠেছে। গত ৮ তারিখ একটি সাংবাদিক বৈঠক করে তিনি পরীক্ষায় দুর্নীতির যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন।                                                              


এদিকে নিট-পিজি স্থগিত নিয়ে সরব রাহুল। মোদির আমলে কীভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, এটা আরেকটা উদাহরণ। পড়ুয়াদের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিপদ এই সরকার। পোস্ট কংগ্রেস সাংসদের। । রাহুল  গান্ধী বলেন, ত্যাগ, তপস্যা, পরিশ্রম এবং বাধ্যবাধকতা-এসব পার করে সাফল্য অবধি পৌঁছোতে পারে তরুণ-তরুণীরা। তাই প্রশ্ন ফাঁস আর পরীক্ষায় দুর্নীতি নিয়ে তাঁদের হতাশা এবং রাগ ন্যায়। 'INDIA' এই তরুণদের ন্যায়ের লড়াইয়ে তাঁদের পাশে আছে। সবাই মিলে পুরো শক্তি দিয়ে আমরা পরিবর্তন আনব।                                         


আরও পড়ুন, এবার স্থগিত NEET-PG, কাল হচ্ছে না পরীক্ষা, জানাল কেন্দ্র


প্রসঙ্গত, প্রশ্নফাঁসের আশঙ্কায় UGC NET বাতিল হওয়ায় সমস্য়ায় পড়েছেন বহু পরীক্ষার্থী। শেষ মুহূর্তে পরীক্ষা না হওয়ায় অথৈ জলে বহু পড়ুয়ার ভবিষ্যৎ পরিকল্পনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় পরীক্ষা সূচি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ডাক্তারির সর্বভারতীয়  প্রবেশিকা NEET-এ দুর্নীতির অভিযোগ উঠেছে।  প্রশ্নফাঁসের আশঙ্কায় UGC NET বাতিল হয়ে গেছে। প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্য়ে স্থগিত করে দেওয়া হয়েছে CSIR-UGC NET-ও। শুক্রবার রাতে হঠাৎই পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, অনিবার্য কারণবশত এবং 'লজিস্টিক' ইস্যুর জেরে CSIR-UGC NET আপাতত স্থগিত করা হচ্ছে। এর জেরে সমস্য়ার মুখে পড়েছেন বহু পরীক্ষার্থী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে