নয়াদিল্লি: আবার পরীক্ষা হলে অসুবিধায় পড়বে ২৪ লক্ষের বেশি পরীক্ষার্থী। ফের এন্ট্রান্স হলে বিপর্যস্ত হবে তাদের জীবনের আরও একটা বছর। তাই নতুন করে নিট-ইউজি পরীক্ষার (NEET-UG 2024 examination) আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার নিট-ইউজি মামলার প্রশ্নফাঁস মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে। বাদী-বিবাদী উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালতে জমা হওয়া তথ্য প্রমাণ খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট জানায়, নতুন করে নিট-ইউজি পরীক্ষার নির্দেশ দিলে এবছর ২৪ লক্ষের বেশি পরীক্ষার্থী যারা এই পরীক্ষায় বসেছিল তাদের গুরুতর সমস্যা হবে। তাই নতুন করে পরীক্ষা নেওয়ার কোনও নির্দেশ দেওয়া হচ্ছে না।
মঙ্গলবার প্রশ্নফাঁস কাণ্ডে সিবিআই যে তদন্ত করে তথ্য দিয়েছে তার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট। জানায়, নিট-ইউজি পরীক্ষায় পদ্ধতিগত ত্রুটি ছিল। হাজারিবাগে প্রশ্নপত্র ফাঁস হয়েছে যার প্রভাব পড়েছে পাটনা পর্যন্ত। এর ফলে সুবিধা পেয়েছে হাজারিবাগ ও পাটনার ১৫৫ জন পরীক্ষার্থী। কিন্তু, কোনও ক্ষেত্রেই এমন ধরনের কোনও প্রমাণ পাওয়া যাচ্ছে না যাতে বোঝা যায় যে সম্পূর্ণ পরীক্ষা ব্যবস্থারই পবিত্রতা নষ্ট হয়ে গেছিল। তাই পুরো পরীক্ষা বাতিল করার কোনও যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না আদালত।
আদালত আরও জানায়, ৪ হাজার ৭৫০ কেন্দ্রে কোথায় কোথায় গণ্ডগোল তার জবাব চাওয়া হয়েছিল কেন্দ্রের কাছে। IIT মাদ্রাজকে দিয়ে সমীক্ষা করানো হয়েছে। চলতি বছরের পরিসংখ্যানের সঙ্গে গত ৩ বছরের পরিসংখ্যান মিলিয়ে দেখা হয়েছে। তারপরে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে এখনই এটা বলা যাবে না।
সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, "সুপ্রিম কোর্টে ঐতিহাসিক এই রায়ের পরে আমি বলতে চাই সত্যমেব জয়তে। যখন নিটের বিষয়টি যখন প্রকাশ্যে আসে তখন বিরোধীদের ভূমিকা কী ছিল তা আজ সুপ্রিম কোর্টের রায়ের পর স্পষ্ট হয়ে গেছে। গতকাল পর্যন্ত লোকসভার বিরোধী দলনেতার যে আচরণ ছিল, তিনি যেভাবে দেশের পরীক্ষা ব্যবস্থাকে রাবিশ বলেছেন সেটা তাঁর মানসিক অবস্থার প্রমাণ দেয়।"
প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর নিট-ইউজি পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। তদন্ত নেমে ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। তাদের তরফে আদালতে দাবি করা হয়েছে, যারা প্রশ্ন ফাঁসের পিছনে ছিল তারা বেশ কিছু প্রমাণ পুড়িয়ে ফেলেছে। যা উদ্ধার করা সম্ভব হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: