কলম্বো: ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কার (IND vs SL) সাদা বলের সিরিজ়। এই সিরিজ়ের মাধ্যমেই ভারতীয় ক্রিকেটে গম্ভীর জমানা শুরু হচ্ছে। ইতিমধ্যই টিম ইন্ডিয়া সিরিজ় খেলার জন্য দ্বীপরাষ্ট্রে পৌঁছে গিয়েছে। ২৭ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় দিয়ে শুরু হবে সফর। সেই বিশ ওভারের সিরিজ়ের জন্য এবার ১৬ জনের দলের ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের।


ওয়ানিন্দু হাসারাঙ্গা আগেই দলের নেতৃত্ব ছেড়েছেন। তাঁর জায়গায় চরিথ আসালঙ্কাকে (Charith Asalanka) দলের অধিনায়ক নির্বাচিত করা হল। দ্বীপরাষ্ট্রের বিশ ওভারের দলে দুই বছর পর জায়গা পেলেন প্রাক্তন অধিনায়ক দীনেশ চণ্ডীমল। দুরন্ত লঙ্কা প্রিমিয়ার লিগের জেরেই জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন ঘটল। ক্যান্ডির হয়ে ১০ ইনিংসে ১৬৮.৮২-র স্ট্রাইক রেটে চণ্ডীমল ২৮৭ রান করেছিলেন। অপরদিকে, অধিনায়ক আসালঙ্কার ব্যক্তিগতভাব লঙ্কা প্রিমিয়ার লিগ খুব একটা ভাল কাটেনি। তিনি ১১ ম্যাচে মাত্র ১৭৩ রান করেছিলেন। তবে তাঁর নেতৃত্বে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় জাফনা। 


 



 


১৬ দলের লঙ্কান দলের ১৫ জনই এর আগে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। নতুন মুখ বলতে একজন। তিনি তরুণ অলরাউন্ডার চামিন্দু বিক্রমাসিংহে। লঙ্কা প্রিমিয়ার লিগে দাম্বুলার হয়ে ২১ বছর বয়সি অলরাউন্ডার ১৩১.৯১-র স্ট্রাইক রেট এবং ৬২-র গড়ে মোট ১৮৬ রান করেছিলেন। ২১.১৪ গড়ে সাতটি উইকেটও আসে তাঁর ঝুলিতে। এই অলরাউন্ড পারফরম্যান্সই তাঁকে জাতীয় জলে জায়গা পাইয়ে দিতে সাহায্য করে।


ভারতও এই সিরিজ়ে নতুন অধিনায়কের তত্ত্বাবধানে খেলবে। রোহিত শর্মার অবসরের পর পাকাপাকি দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের হাতে। হার্দিক পাণ্ড্য দলে থাকলেও, তাঁকে সহ-অধিনায়কও করা হয়নি। সেই দায়িত্ব পেয়েছেন শুভমন গিল।


ঘোষিত টি-২০ দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংহ, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ, খলিল আমেদ ও মহম্মদ সিরাজ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্যারিসেই ইতি, বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা অ্যান্ডি মারের অবসর ঘোষণা