নয়াদিল্লি  : সর্বভারতীয় মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় (Medical exam NEET) বসার জন্য বয়সের ঊর্ধ্বসীমা (upper age limit) উঠে গেল। ন্যাশন্যাল মেডিক্যাল কমিশনের (National Medical Commission) পক্ষ থেকে বিবৃতি জারি করে যে খবর জানানো হয়েছে। এতদিন জেনারেল পড়ুয়ারদের (general category candidate) ক্ষেত্রে ২৫ বছর ও সংরক্ষিত জাতির অন্তর্গত পড়ুয়াদের (reserved category candidates) জন্য যে ঊর্ধ্বমান ছিল ৩০ বছর।


গত বছরের অক্টোবরে চতুর্থ এনএমসি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান ন্যাশনাল মেডিক্যাল কমিশনের চেয়ারম্যান চিকিৎসক পুলকেশ কুমার। ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (National Testing Agency) উদ্ধৃত করে লেখা চিঠিতে যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এনএমসি-র পক্ষ থেকে।


প্রসঙ্গত প্রত্যেক বছর প্রায় ১৫ লক্ষ পড়ুয়া নিট পরীক্ষায় বসেন। সর্বভারতীয় এই মেডিক্যাল পরীক্ষার মাধ্যমেই ডাক্তারির কোর্স করার সুযোগ মেলে। গত বছর সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়েছিল। ২০২২ সালে মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা কবে হবে, সেই দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। পরীক্ষার দগিন জানানোর আগে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে প্রায় সব মহলই।






এদিন ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে চিঠি পাঠানোর প্রসঙ্গে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের চেয়ারম্যান চিকিৎসক পুলকেশ কুমার বলেছেন, 'গত বছর এনএমসি বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সর্বভারতীয় মেডিক্যাল নিটের ক্ষেত্রে বয়সসীমার মান তুলে দেওয়া হবে। সেই অনুযায়ীই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে।' গত বছরের নিট মেডিক্যাল পরীক্ষা থেকেই বিএসসি নার্সিং ও বিএসসি হেলথ সায়েন্স কোর্সের জন্যও ছাড়পত্র দেওয়া হচ্ছে। 


আরও পড়ুন- বেসরকারি মেডিক্যাল কলেজে সরকারি হারে পড়ার খরচ! কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা


Education Loan Information:

Calculate Education Loan EMI