কুইন্সল্যান্ড: মহিলা ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারের দুর্দান্ত ক্য়াচ। মুহূর্তেই ভাইরাল হল সেই ভিডিও। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ক্যারিবিয়ান ক্রিকেটার ডায়ান্ড্রা ডটিনের একহাতে ক্যাচ রীতিমতো ভাইরাল হয়েছে। গতবারের বিশ্বকাপ জয়ী ইংল্য়ান্ডকে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ম্যাচে ডটিনের ক্যাচই যেন ছিল সবার মধ্যমনি। 



ম্যাচে প্রথমে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন স্টেফানি টেলর। ৬ উইকেট হারিয়ে ২২৫ রান বোর্ডে তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্য়ান্ডের উইলফিল্ড হিলটন বড় শট খেলতে যান, কিন্তু সেখানে পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডায়ান্ড্রা ডটিন। তিনি নিজের বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে একহাতে ক্যাচ লুফে নেন। 


এদিকে, মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপে দুরন্ত এক রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটাররা। প্রথম ম্যাচেই পাকিস্তানকে (Pakistan) হারিয়েছে ভারত (India)। সেই সঙ্গে ১১-০ করেছে। মহিলাদের বিশ্বকাপে এখনও পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ১১ বারই জিতে মাঠ ছেড়েছে ভারত। মহারণে বরাবর ভারতের শাসনই কায়েম হয়েছে।


গত রবিবার ভারতের জয়ের প্রধান কারিগর পূজা এবং স্নেহ রানা। দু জনে ১২২ রানের পার্টনারশিপ গড়েন। পাশাপাশি দলের জয়ে বড় অবদান রাখলেন স্মৃতি মান্ধনা (Smriti Mandana) ও রাজেশ্বরী গায়েকোয়াড় (Rajeshwari Gayakwad)। 


স্মৃতি (Smriti Mandana) ব্যাট হাতে তুললেন ৫২ রান। বল হাতে ৩১ রানেই ৪ উইকেট নিলেন রাজেশ্বরী (Rajeshwari gayakwad)। পাকিস্তানকে ১০৭ রানে হারায় ভারত (India)। সেই সঙ্গে প্রথম ম্যাচেই মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা প্রমাণ করে দিলেন তাঁরাও ট্রফি জয়ের অন্যতম দাবিদার।


প্রথমে রান করে ভারতের ঝুলিতে আসে ২৪৪/৭ জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। এই ম্যাচে অনবদ্য এক রেকর্ড গড়লেন বাংলার ক্রিকেটর রিচা ঘোষ। ১৮ বছরের রিচার এটাই ছিল প্রথম ম্যাচ। সেই ম্যাচেই ৫টি শিকার ধরলেন রিচা। বিশ্বকাপে অভিষেক ম্যাচে এটিই কোনও উইকেটকিপারের সর্বোচ্চ সংখ্যক শিকার।