স্ত্রীকে ধর্ষণ করেছে পড়শি, প্রতিশোধ নিতে গুলি কিনতে গিয়ে স্বামী গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Nov 2020 11:28 AM (IST)
খবর পেয়ে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রীকে আটক করা হয়েছে।
বরাহনগর: পাশের বাড়ির বাসিন্দা তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছে। প্রতিশোধ নিয়ে নিউটাউনে গুলি কিনতে গিয়েছিলেন স্বামী। খবর পেয়ে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রীকে আটক করা হয়েছে। ওই দম্পতি বরাহনগরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি অভিযোগ করেছেন, তাঁর স্ত্রীকে ভয় দেখিয়ে এক প্রতিবেশী ধর্ষণ করে। প্রতিশোধ নিতে তাকে খুনের ছক কষেন তাঁরা। সেইমত স্বামী নিউ টাউনে গুলি কিনতে যান। খবর পেয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।