কলকাতা: কল্যাণীতে রঞ্জি ট্রফির ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে মনোজ তিওয়ারির ট্রিপল সেঞ্চুরি সবটুকু আলো কেড়ে নিয়েছে ঠিকই কিন্তু একই সঙ্গে উজ্জ্বল হয়ে উঠেছেন বোলার শাহবাজ আহমেদ।  মহম্মদ সামির পর তিনিই প্রথম বোলার যিনি রঞ্জিতে হ্যাটট্রিক পেলেন। হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ইনিংস ও ফলো অন মিলিয়ে ৬ উইকেট পেয়েছেন তিনি।

বাংলা দল এক ইনিংস ও ৩০৩ রানে অনায়াসে হারিয়েছে হায়দরাবাদকে। ২৫ বছরের শাহবাজের এটি সপ্তম রঞ্জি, এ বছর আইপিএল খেলবেন তিনি, তাঁকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ইনিংয়ে ২৬ রানে ৪ উইকেট নিয়ে হায়দরাবাদ লোয়ার অর্ডারকে শাহবাজ ধসিয়ে দেন, পরপর তিন বলে তুলে নেন জাবিদ আলি (৭২), রবি কিরণ (০) ও কোল্লা সুমনকে (৮)। তার আগে তিনি তুলে নেন সাকেত সাইরামের (১৯) উইকেট। ফলো অন করতে নেমে ১৬১ রানে অল আউট হয়ে যায় হায়দরাবাদ, শাহবাজ পান ৫১ রানে ২ উইকেট।



উত্তর প্রদেশ থেকে নিজের ক্রিকেট কেরিয়ার মেলে ধরতে এ রাজ্যে আসেন শাহবাজ। ঘরোয়া ক্রিকেটে তপন মেমোরিয়াল ক্লাবে খেলার সময় তাঁকে তাড়া করে বিতর্ক। অভিযোগ ওঠে, তিনি ভুয়ো সার্টিফিকেট নিয়ে এসে তপন মেমোরিয়ালের হয়ে খেলেছেন। পুলিশ নথি যাচাই করে। অবশেষে বিতর্ক থেকে মুক্তি পান শাহবাজ। সার্টিফিকেটে কোন অসঙ্গতি না থাকায় ক্লিনচিট পান  বাঁহাতি স্পিনার। এরপর বাংলার হয়ে অভিষেক হয় তাঁর।

শাহবাজ স্বপ্ন দেখেন অলরাউন্ডার হওয়ার। হ্যাটট্রিকের পর আর পিছনে ফিরে দেখতে চান না। যাবতীয় সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন বাংলা ও তপন মেমোরিয়ালের কোচকে। শাহবাজ চান এই পারফরম্যান্স ধরে রেখে ২০২০-কে স্মরণীয় করে রাখতে।

(কপি এডিট: মনামী বন্দ্যোপাধ্যায়)