Nepal Bus Accident: নেপালে মর্মান্তিক দুর্ঘটনা, ৪০ জন ভারতীয় যাত্রী নিয়ে নদীতে পড়ল বাস; দুর্ঘটনাস্থলের ভিডিও

Nepal News: পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল একটি বাস। ওই বাস ৪০ জন ভারতীয় নাগরিক ছিল। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে নেপালের বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Continues below advertisement

কাঠমান্ডু: ৪০ জন ভারতীয় যাত্রীকে নিয়ে যাওয়ার সময় নদীতে পড়ে গেল একটি বাস (Nepal bus accident)। শুক্রবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নেপালের (Nepal) তানাহুঁ (Tanahun) জেলার মার্সইয়াঙ্গদি। বাসে থাকা যাত্রীদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে নেপাল পুলিশের তরফে।

Continues below advertisement

আরও পড়ুন: Flood in Bangladesh: বাংলাদেশের বন্যায় দায়ী ভারত? তথ্য দিয়ে কী জানাল বিদেশমন্ত্রক? সত্যিটা কী?

এপ্রসঙ্গে তানাহুঁ জেলার ডেপুটি পুলিশ সুপার দীপকুমার রায়া বলেন, ইউপি এফটি ৭৬২৩ নম্বর প্লেটের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা রাস্তার পাশে থাকা খাদে পড়ে মার্সইয়াঙ্গদি নদীতে ভেসে যায়। বাসটিতে থাকা যাত্রীরা সবাই ভারতীয় নাগরিক। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে এই দুর্ঘটনার ফলে বাসে থাকা প্রত্য়েক যাত্রীর মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।

 

আরও পড়ুন: PM Modi to Visit Ukraine : প্রেসিডেন্ট জেলেনস্কির আমন্ত্রণে সাড়া, ৩০ বছরে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ইউক্রেন যাচ্ছেন মোদি

তিনি আরও জানান, বাসটি নেপালের পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। তানাহুঁ জেলা দিয়ে যাওয়ার সময় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।  শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন নেপালের স্বশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র । এখনও বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। তবে নদীর জলের প্রবল স্রোতের জন্য উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। তবুও বাসে থাকা বাকি যাত্রীদের মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bangladesh Row: 'হিন্দুদের বারবার দেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে', বাংলাদেশে হিংসার তথ্য-পরিসংখ্যান তুলে ধরল ২৩ সংগঠনের মহাজোট

Continues below advertisement
Sponsored Links by Taboola