কাঠমান্ডু: ৪০ জন ভারতীয় যাত্রীকে নিয়ে যাওয়ার সময় নদীতে পড়ে গেল একটি বাস (Nepal bus accident)। শুক্রবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নেপালের (Nepal) তানাহুঁ (Tanahun) জেলার মার্সইয়াঙ্গদি। বাসে থাকা যাত্রীদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে নেপাল পুলিশের তরফে।
এপ্রসঙ্গে তানাহুঁ জেলার ডেপুটি পুলিশ সুপার দীপকুমার রায়া বলেন, ইউপি এফটি ৭৬২৩ নম্বর প্লেটের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা রাস্তার পাশে থাকা খাদে পড়ে মার্সইয়াঙ্গদি নদীতে ভেসে যায়। বাসটিতে থাকা যাত্রীরা সবাই ভারতীয় নাগরিক। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে এই দুর্ঘটনার ফলে বাসে থাকা প্রত্য়েক যাত্রীর মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, বাসটি নেপালের পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। তানাহুঁ জেলা দিয়ে যাওয়ার সময় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন নেপালের স্বশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র । এখনও বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। তবে নদীর জলের প্রবল স্রোতের জন্য উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। তবুও বাসে থাকা বাকি যাত্রীদের মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।