সাতসকালে কেঁপে উঠল কলকাতা। আতঙ্কে ঘুম ভাঙল কলকাতা ও বাংলার বিভিন্ন জেলার। ভূমিকম্পের উৎসস্থল সেই নেপাল , যে দেশকে অতীতে বারবার ধ্বংসের মুখ দেখিয়েছে ভূকম্পন। তছনছ করেছে শহর থেকে গ্রাম। প্রাণ কেড়ে নিয়েছে হাজার হাজারের। এবার ভূমিকম্পের ফলে তিব্বতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। সেই সঙ্গে কম্পনের অনুভূতি হল আরও ৫টি দেশে।
মঙ্গলবার ভোরে মধ্য নেপালের মাটি তীব্রভাবে কেঁপে ওঠে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। এই ঘটনা নেপালের মানুষের মনে ফিরিয়ে দিয়েছে অতীতের একাধিক স্মৃতি। ২০১৫ সালের ২৫ এপ্রিল। ২০১৫ সালের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্প হয় নেপালে। ভূমিকম্পের জেরে এভারেস্টেও তুষারধস নামে। সেই সময়ে মৃতের সংখ্যা ২হাজার ৪০০ ছাড়িয়েছিল। সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় কাঠমাণ্ডু, পোখরা-সহ নেপালের বিস্তীর্ণ এলাকা। কাঠমান্ডুর পরিচয় পাটন স্কোয়ার মন্দির ভেঙে চুরমার হয়ে যায়। ধ্বংস হয়ে যায় নেপালের একাধিক রাস্তা। নিশ্চিহ্ন হয়ে যায় বহু হাসপাতাল, বাড়ি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল চারিপাশ। লক্ষ লক্ষ মানুষ হয়েছিলেন বাস্তুচ্যুত। বিধ্বস্ত নেপালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে বিভিন্ন দেশ। তবেই ক্ষত সারিয়ে ছন্দে ফিরতে সক্ষম হয়েছিল হিমালয়ের কোলের দেশ। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ভূমিকম্প বিশেষজ্ঞকে জানিয়েছেন, নেপাল হিমালয়ের সিসমিক অঞ্চলে অবস্থিত। তাই এই দেশ অত্যন্ত ভূমিকম্পপ্রবণ । আর তাই পাহাড়ি নেপালে বারবার ফিরে আসে ভূমিকম্প, বারবার ধ্বংস করে দিয়ে যায় সুন্দর দেশকে। ২০১৬ সালে ফের ২৮ নভেম্বর কেঁপে উঠেছিল নেপালের রাজধানী। সেবার কাঠমান্ডু-সহ মধ্য ও পূর্ব নেপালের বিস্তীর্ণ এলাকায় প্রভাব পড়েছিল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫।
এই বছর ২ আগেও ২০২৩ সালের নভেম্বর মাসে তীব্র ভূকম্পনে বড় ক্ষতির মুখোমুখি হয়েছিল নেপাল। সেবার বহু মানুষের প্রাণও কেড়ে নিয়েছিল ভূমিকম্প। মঙ্গলবার সকালে মাটি কেঁপে উঠতেই অতীতের অভিজ্ঞতা থেকে আতঙ্কিত হয়ে পড়েন নেপালের বাসিন্দারা। ২০২৩-এর নভেম্বরের শুরুতে ভূমিকম্পে মৃত্যু হয় ১২৮ জনের। আহত হন শতাধিক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক চার। ভেঙে পড়ে বহু বাড়ি। মৃত্যু হয় জাজারকোট জেলার নলগড় পুরসভার ডেপুটি মেয়রেরও।
এবার ভূমিকম্পের উৎসস্থল নেপাল লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে । কম্পনের তীব্রতা ছিল প্রবল। রিখটার স্কেলে ৭.১। নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টে ভূমিকম্পের প্রতিবেদনে এখনও পর্যন্ত অবশ্য কম্পনের জেরে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির তথ্য সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য নেই।