কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মোদি সরকারের শিক্ষামন্ত্রকের রিপোর্টে, সামনে এল পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের করুণ চিত্র। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, একজনও ছাত্র-ছাত্রী নেই, এমন স্কুলের সংখ্য়ার নিরিখে দেশের মধ্য়ে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। অথচ, এই সকুলগুলিতে মোট শিক্ষকের সংখ্য়া ১৪ হাজার ৬২৭। এদিকে, মাত্র একজন করে শিক্ষক রয়েছেন, এমন ৬ হাজার ৩৬৬টি সরকারি সকুলে মোট পড়ুয়ার সংখ্য়া ২ লক্ষ ৪৮ হাজার ৬৯৬।
পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের করুণ চিত্র: মোদি সরকারের শিক্ষা সংক্রান্ত রিপোর্টে পশ্চিমবঙ্গ এক নম্বরে। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পড়ুয়াহীন সরকারি স্কুলের সংখ্য়ার নিরিখে শীর্ষে রয়েছে আমাদের রাজ্য়। ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্য়ান্ট লিটারেসি একটি রিপোর্ট প্রকাশ করেছে। যার ৩০ নম্বর পৃষ্ঠার এই তালিকায় উল্লেখ করা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে, একজনও ছাত্র-ছাত্রী নেই, এমন সরকারি সকুলের সংখ্য়া কোন রাজ্য়ে কটি। এই তালিকাতেই দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ৩ হাজার ২৫৪টি সরকারি স্কুলে একজনও পড়ুয়া নেই। মোদি সরকারের শিক্ষামন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, পড়ুয়াহীন সরকারি স্কুলের সংখ্য়ার নিরিখে সারা দেশের মধ্য়ে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এই তালিকায় পশ্চিমবঙ্গের পরে রয়েছে আম আদমি পার্টি শাসিত পাঞ্জাব। সেখানে পড়ুয়াহীন সরকারি স্কুলের সংখ্য়া ২ হাজার ১৬৭। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেসশাসিত তেলঙ্গানা।
কেন্দ্রীয় সরকারের রিপোর্টে আরও একটি মারাত্মক ছবি উঠে এসেছে। এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গে যে ৩ হাজার ২৫৪টি সরকারি সকুলে একজনও পড়ুয়া নেই সেখানে মোট শিক্ষকের সংখ্য়া ১৪ হাজার ৬২৭। আবার পশ্চিমবঙ্গে এমন ৬ হাজার ৩৬৬টি সরকারি সকুল রয়েছে, যেখানে মাত্র ১জন করে শিক্ষক রয়েছেন। অথচ, এই স্কুলগুলিতে মোট পড়ুয়ার সংখ্য়া ২ লক্ষ ৪৮ হাজার ৬৯৬। মোদি সরকারের শিক্ষামন্ত্রকের রিপোর্টে, পশ্চিমবঙ্গে সরকারি স্কুল থেকে স্কুলছুট নিয়েও উদ্বেগজনক ছবি উঠে এসেছে। এই রিপোর্টের ২৪ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, ২০২৩-২৪-এ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গে মাধ্য়মিক স্তরে স্কুলছুটের হার ১২.০১ শতাংশ। তবে এই তালিকায় পশ্চিমবঙ্গ ১৪ নম্বরে। শীর্ষে রয়েছে NDA শাসিত বিহার। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গে মাধ্য়মিক স্তরে স্কুলছুটের হার ছিল ৫.২০ শতাংশ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সেই হার দ্বিগুণেরও বেশি বেড়ে হয়েছে ১২.০১ শতাংশ।
কিন্তু, এর কারণ কী? অষ্টম অবধি ফেল না থাকায়, ছাত্র-ছাত্রীরা কোথাও আটকাচ্ছে না। নবমে এসে কি তারা অকুলপাথারে পড়ছে? নাকি মাধ্য়মিক স্তরে সরকারি স্কুল ছেড়ে তারা পা বাড়াচ্ছে বেসরকারি সকুলের দিকে? বিশেষজ্ঞদের মতে, তার একটা পর্যালোচনা দরকার। তবে কেন্দ্রীয় সরকারের এই রিপোর্টকে নির্ভুল বলে মানতে নারাজ রাজ্য়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
পশ্চিমবঙ্গের শিক্ষাব্য়বস্থাকে ইতিমধ্য়েই বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে নিয়োগ দুর্নীতি। যেখানে হাজার হাজার প্রার্থী অবৈধভাবে, যোগ্য়তা ছাড়া টাকার বিনিময়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ। এর মধ্য়ে কেন্দ্রীয় সরকারের এই রিপোর্ট এরাজ্য়ের শিক্ষা ব্য়বস্থার বেহাল দশা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলেই মত পর্যবেক্ষকদের।