কাঠমাণ্ডু : বড়সড় ধস । ফুঁসে ওঠা নদীর জলে তলিয়ে গেল যাত্রীবাহী বাস। মধ্য নেপালে এমনই ভয়াবহ দুর্ঘটনার খবর সামনে আসছে। মদন-আশ্রিত জাতীয় সড়কে ধস নামে। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ৬৩ জন যাত্রীবাহী দু'টি বাস। ধসের জেরে ফুঁসে ওঠা ত্রিশূলা নদীতে গিয়ে পড়ে বাস দু'টি। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, ফেঁসে ওঠা ত্রিশূলায় বাস দু'টি ভেসে যাওয়ায় উদ্ধারকাজ ও তল্লাশি অভিযানে সমস্যা হচ্ছে। 


চিতওয়ানের জেলার চিফ অফিসার ইন্দ্রদেব যাদব সংবাদ সংস্থা ANI-কে বলেন, 'প্রাথমিক তদন্তে উঠে আসছে দু'টি বাসে চালকদের নিয়ে মোট ৬৩ জন ছিলেন। ভোররাত সাড়ে ৩টে নাগাদ ধসের জেরে বাসগুলি উল্টে পড়ে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং তল্লাশি অভিযান চলছে। অনবরত বৃষ্টি হওয়ায় আমাদের তল্লাশি অভিযানে সমস্যা হচ্ছে। '