নয়াদিল্লি: ফের বিমান দুর্ঘটনা (Nepal Plane Crash)। আবার শিরোনামে সেই নেপাল। ঘটনায় বিমানে থাকা ১৯ জনের মধ্যে ১৮ জনেরই মৃত্যু। ভয়াবহ দুর্ঘটনা কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল। 


ফের বিমান দুর্ঘটনা: মুহূর্তের মধ্যে গেল ছবিটা। গন্তব্য বদলে গেল মাত্র কয়েকশো মিটার দূরে। আর তারপরই সব শেষ। ঝলসে মৃত্যুর কোলে ঢোলে পড়ল একাধিক প্রাণ। সবে মাত্র রানওয়ে মাটি ছেড়ে সামান্য উড়েছিল বিমান। তারপরই হঠাৎ ডানদিকে বাঁক নিয়ে নেয় বিমান। আচমকাই মুখ থুবড়ে পড়ে। রানওয়ের পূর্ব দিকে গিয়ে ক্র্যাশ করে। বিমান মাটি ছুঁতেই সেখানে আগুন লেগে যায়। ভেঙে যায় বিমানের অংশ। ভেঙে পড়ার পর আগুন ধরে যায় পোখরাগামী বিমানে। মর্মান্তিকভাবে মৃত্যু হয় ১৮ জনের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ায় টেকঅফের সময় চাকা স্কিড করে দুর্ঘটনা ঘটেছে।               


 





এদিন সকালে টেকঅফের সময় দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ার পর আগুন ধরে যায় সূর্য এয়ারলাইন্সের পোখরাগামী বিমানে। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ক্রু এবং যাত্রী-সহ মোট ১৯ জন ছিলেন। নেপাল সরকারের তরফে ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি একজন। সিভিল এভিয়েশন অব নেপাল জানিয়েছে, এই বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি তদন্ত করবে। কী কারণে দুর্ঘটনা? আবহাওয়ার কারণেই নির্দিষ্টভাবে এই দুর্ঘটনা তা নিশ্চিত করা হয়নি। যান্ত্রিক গলযোগ বা না কারও গাফিলতিতে মৃত্যু তাও এখনও নিশ্চিত করা হয়নি। এর আগে ২০২২ সালে একইভাবে নেপালে বিমান দুর্ঘটনা হয়। সেখানে প্রথমিকভাবে মনে করা হয় আবহাওয়ার কারণেই এই ঘটনা ঘটে। যদিও তদন্ত কমিটি পড়ে জানায় ভুল লিভারের টানার কারণেই দুর্ঘটনা ঘটে। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের পর তা নিয়ে ফরেন্সিক তদন্ত করার পরই দুর্ঘটনার আসল কারণ সামনে আসবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Potato Price Hike: লাফিয়ে বাড়ছে আলুর দাম, মূল্যবৃদ্ধিতে সমস্যায় ক্রেতারা