কাঠমাণ্ডু : সেনার শাসনে নেপাল। ওলি সরকারের পতনের পরেও অশান্তির আগুন জ্বলছে প্রতিবেশী দেশে। আগেই পুড়িয়ে দেওয়া হয়েছে সংসদ ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাসভবন, দফতর, একাধিক মন্ত্রীর বাড়ি। এখনও প্রতিবেশী দেশজুড়ে চলছে চরম অরাজকতা। হিংসার তাণ্ডব থেকে বাঁচেনি কাঠমাণ্ডুর পশুপতিনাথ মন্দির। সেখানেও চলেছে ভাঙচুর, লুঠপাটের চেষ্টা করা হয়। সেনাবাহিনী সতর্ক থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে যদিও। পশুপতিনাথ মন্দিরের দরজা বন্ধ করা হয়েছে ।
মঙ্গলবার বিক্ষোভকারীরা কমপ্লেক্সের ভেতরে আগুন লাগানোর চেষ্টা করে। পশুপতিনাথ মন্দিরের গেটে ভাঙচুর করার চেষ্টা করা হয়। তারপর সেনাবাহিনী হস্তক্ষেপ করে। তারপর মঙ্গলবার রাত ১০টা থেকে নিরাপত্তার দায়িত্ব নেয় সেনা। এখন মন্দিরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনা। মন্দির সংলগ্ন গোশালা চকেও সেনা মোতায়েন করা হয়েছে। দেশে লুঠপাট, ভাঙচুর চালালে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সেনা।
শান্তি বজায় রাখার জন্য আন্দোলনকারীদের কাছে আবেদন জানিয়েছেন সেনা প্রধান অশোক রাজ সিগডেল। জাতীয় ঐক্য বজায় রাখার কথা বলে ন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। আন্দোলনকারীরা মঙ্গলবার নেপাল সেনাবাহিনী ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করার পর বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয়। বিমান পরিষেবা আংশিকভাবে স্থগিত করা হয়।
এদিকে নেপালে সেনা-শাসনেও হিংসার ঘটনা থামেনি। নৌবাস্তায় বাঁকে জেল ও জুভেনাইল হোমে সংঘর্ষ থামাতে পুলিশের গুলিতে ৫ বন্দির মৃত্যু হয়েছে। আহত অনেকে। গন্ডগোলের সুযোগে জেল থেকে পালিয়েছে ২০০-র বেশি কয়েদি। ১৪৯ জন সাজাপ্রাপ্ত আসামি ও ৭৬ জন বিচারাধীন বন্দি পলাতক। বাঁকে জুভেনাইল হোমে রাখা হয় নাবালকদের। তারাও অনেকে উধাও। বাঁকে জেলে সেনা মোতায়েন করা হয়েছে।
নেপালের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লুম্বিনীর গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভকারীরা হামলা চালায়, পার্কিং এলাকায় থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। একটি স্থানীয় সংবাদমাধ্যকে বিমানবন্দরের জেনারেল ম্যানেজার প্রতাপ বাবু তিওয়ারি জানিয়েছেন, আন্দোলনকারীদের তাণ্ডবে পাঁচটি গাড়ি এবং দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।